For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বগটুই গণহত্যায় গ্রেফতার আরও সাত! ধৃতদের সঙ্গে প্রত্যক্ষ যোগ বলছে সিবিআই

বগটুই-কাণ্ডে নয়া মোড়। এই ঘটনায় আরও সাতজনকে গ্রেফতার করল সিবিআই। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিল এই সাতজন। গোপন সূত্রে খবর পেয়েই ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যা সিবিআইয়ের কাছে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছ

  • |
Google Oneindia Bengali News

বগটুই-কাণ্ডে নয়া মোড়। এই ঘটনায় আরও সাতজনকে গ্রেফতার করল সিবিআই। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিল এই সাতজন। গোপন সূত্রে খবর পেয়েই ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যা সিবিআইয়ের কাছে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, বগটুই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের। শুধু তাই নয়, ধৃতরা ভাদু শেখের সবাই আত্মীয় বলে জানা যাচ্ছে। তবে বগটুই হত্যা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের খোঁজ পায়নি তদন্তকারী সংস্থা।

নারকীয় একটি হত্যা-কাণ্ড

নারকীয় একটি হত্যা-কাণ্ড

গত কয়েকমাস আগে বীরভূমের বুকে ঘটে যায় নারকীয় একটি হত্যা-কাণ্ড। স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখের খুনের পরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একের পর এক বাড়িতে পেট্রোল জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভয়ঙ্কর এই ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়। ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। ঘটনা নিয়ে একেবারে চরমে ওঠে রাজনৈতিক বিতর্ক। প্রশ্নের মুখে পড়ে স্থানীয় পুলিশ প্রশাসন এবং দমকলের ভূমিকা।

জেরা করতে চায় সিবিআই।

জেরা করতে চায় সিবিআই।

প্রথমে সিট গঠন করে তদন্ত শুরু হলেও পরবর্তীকালে সিবিআই তদন্তের নির্দেশ শোনায় কলকাতা হাইকোর্ট। সেই মতো ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই মামলাতে একাধিক জনকে গ্রেফতার করেছেন তদন্তকারী সংস্থা। এমনকি মুম্বই থেকেও বগটুয়ের অন্যতম চার অভিযুক্তকে গ্রেফতার করে এনেছে সিবিআই। ধৃত চারজনই লালন শেখের ঘনিষ্ঠ বলে জানা যায়। যদিও এখনও লালন শেখের কোনও সুত্র হাতে পায়নি তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে ধৃত সাতজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই।

 প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের

প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের

তদন্তকারীরা মনে করছেন, গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের এমনকি ঘটনার সময়ে ঘটনাস্থলে ওই সাতজন উপস্থিত ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। ফলে এই সাতজনের জেরা কয়রাটা খুবই প্রয়োজন। এমনকি তাদের জেরা করে বেশ কিছু তথ্য সামনে আসবে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে ভাদু শেখের খুনের ঘটনায় একজনকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছে সিবিআই। প্রায় কয়েকমাস কেটে গিয়েছে বগটুই হত্যা কান্ডের তদন্ত করছে সিবি আই

সরকার কেন ভুগবে?

সরকার কেন ভুগবে?

বগটুই সহ একাধিক ইস্যুতে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। যা মোটেই ভালো চোখে নেননি রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘটনার পরেই একাধিক থানার পুলিশে রদবদল করা হয়। এমনকি এক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, "পুলিশের গাফিলতির জন্য সরকার কেন ভুগবে? সরকার তো কোনও কিছু লুকোতে চায় না। তবে রাজ্য প্রশাসনের তরফে সিবিআইকে সবরকম ভাবে সাহায্য করার কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ঘটনার পর কয়েক মাস কেটে গিয়েছে। এখনও যেন আতঙ্ক গ্রাস করে বেড়ায় বটুইয়ের মানুষলে।

ভুলবশত পাকিস্তানের দিকে মিসাইল ছোঁড়ায় বায়ুসেনার তিন আধিকারিক বরখাস্ত ভুলবশত পাকিস্তানের দিকে মিসাইল ছোঁড়ায় বায়ুসেনার তিন আধিকারিক বরখাস্ত

English summary
CBI arrested 7 more in Bagtui massacre, CBI claims they had connection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X