For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দফায় দফায় উত্তেজনা, অর্জুনকে ঘিরে ধরে বিক্ষোভ! ভোটই দিতে পারলেন না বিজেপি সাংসদ

ভোট শুরু হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি। একের পর এক জায়গাতে অশান্তির খবর। কোথায় সিপিএম প্রার্থীদের মারধরের অভিযোগ তো কোথায় ইভিএম ভাঙচুরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সর্বত্র। আর এর মধ্যেই কার্যত ধন্ধুমার

  • |
Google Oneindia Bengali News

ভোট শুরু হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি। একের পর এক জায়গাতে অশান্তির খবর। কোথায় সিপিএম প্রার্থীদের মারধরের অভিযোগ তো কোথায় ইভিএম ভাঙচুরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সর্বত্র। আর এর মধ্যেই কার্যত ধন্ধুমার কাণ্ড ভাটপাড়াতে। বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগ।

ভোটই দিতে পারলেন না বিজেপি সাংসদ

আর এই অভিযোগ শুনেই ঘটনাস্থলে অর্জুন সিং গেলে কার্যত আরও ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কার্যত পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক বচসা তৈরি হয়ে যায় বলেও অভিযোগ। আর তা থেকেই ধন্ধুমার-কাণ্ড। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলেও অভিযোগ। আর এই ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত বলে জানা গিয়েছে।

ইটের আঘাতে এই পুলিশকর্মী গুরতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অবস্থা নিয়ন্ত্রনে আনতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শুধু তাই নয়, পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ।

এদিন সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছিল ভাটপাড়াতে। কার্যত অর্জুন গড় হিসাবে পরিচিত একাধিক এলাকাতে ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা হয়। অন্যদিকে ভাটপাড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডে ভোট লুঠের অভিযোগ বিজেপির। আর এই অভিযোগে রাস্তায় বসে পড়লেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। আর এই ছবি দেখে অর্জুন সিং বলেন, '‌যেভাবে ভোটগ্রহণ চলছে তাতে গণতন্ত্র নয় মমতাতন্ত্র চলছে।'‌ পুলিশের বিরুদ্ধেও নিস্ক্রিয়তা নিয়ে সরব হন বারাকপুরের বিজেপি সাংসদ।

তবে অশান্তির মধ্যে ভট দিতে পারলেন খোদ অর্জুন সিং নিজে। জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার ভোটার সাংসদ। ১৭ নম্বর ওয়ার্ডে রয়েছে। আর সেখানে প্রার্থী করা হয়েছিল সৌরভ সিংকে। বিজেপির তরফে অর্জুন তাঁকে দাঁড় করান। কিন্তু অর্জুনের সংসারে থাবা বসিয়েছে এবার তৃণমূল। কার্যত জ্যোতিপ্রিয় মল্লিকের মাস্টারস্ট্রোকে নিজের ওয়ার্ডেই ধাক্কা খেয়েছেন অর্জুন।

নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। সৌরভ সিং অর্জুন সিংয়ের ভাইপো। তৃণমূলে যোগ দেওয়ার কারণে এবার আর ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থী নেই। তাই ভোট দিতে পারলেন না দাপুটে নেতা অর্জুন।

উল্লেখ্য, ভাটপাড়া-বারাকপুর অঞ্চলে নাকি অর্জুন সিংই সব! তাঁর নামেই নাকি একটা সময় কাঁপত এলাকা। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কিছুটা দাপট কমেছে অর্জুনের। কিন্তু এবার খোদ সাংসারিক বিবাদে ভোটটাই দিতে পারলেন না বিজেপির এই সাংসদ।

English summary
west bengal municipal election: clash at bhatpara-bjp mp arjun singh cannot cast his vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X