For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরবন্দি মীর, শো করলেন বাড়ি থেকেই, সময় কাটাবেন কীভাবে টিপস দিলেন ফেসবুকে

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে কলকাতায়। সকলকে ঘরবন্দি থাকতে বলা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউনে ঘরবন্দি আরজে মীরও।

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে কলকাতায়। সকলকে ঘরবন্দি থাকতে বলা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউনে ঘরবন্দি আরজে মীরও। ফেসবুক জানিয়েছেন ২৫ বছরে প্রথম বাড়িতে বসে কাজ করছেন। বাড়িতে বসে শো করতে মন্দ লাগেনি। সব আরজে রাই এখন বাড়িতে বসে কাজ করছেন। তাই সকলকে যতটা সম্ভব ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। তার সঙ্গে ভোলেননি জরুরি পরিষেবা দানকারী বিল্ডিংয়ে সাফাইকর্মীকে ধন্যবাদ জানাতে।

সময় কাটাবেন কীভাবে টিপস দিলেন মীর

বাড়িতে এই সময় কী করছেন? কীভাবে সময় কাটাচ্ছেন সেটাও জানিয়েছেন ফেসবুকে। শো করার আগে নিজের ব্রেকফাস্ট নিজেই বানিয়েছেন। শোয়ের শেষে সেই ব্রেকফাস্ট খাওয়ার বাসন নিজেই ধুলেন তিনি। জানিয়েছেন বাড়িতে কাজ অনেক আছে। শুধু একটু খুঁজে নিতে হবে। যাঁরা এতোদিন বাড়ির কাজ করে এসেছেন তাঁদের ভার একটু লঘু করার সুযোগ এসেছে। কাজেই বাড়িতে থেকেই কাজ করুন এমনই পরামর্শ দিয়েছেন তিনি।

মীর অনুরোধ করেছেন করোনা সংক্রমণ থেকে বাঁচতে বারবার হাত ধোয়ার। আর নিজের কাজ এই সময় যতটা সম্ভ নিজে করার পরামর্শ গিয়েছেন তিিন। ফেসবুকে নিজের বাড়ির কাজের ভিডিও শেয়ার করেছেন মীর।

English summary
RJ Mir did radio show from home, give tips how to spend time in home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X