For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে বারুদের গন্ধের আড়ালে কোন যন্ত্রণা লুকিয়ে রয়েছে ! 'নো ফাদার্স ইন কাশ্মীর' বলল সেই গল্প

কাশ্মীরে বারুদের গন্ধের আড়ালে কোন যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা! 'নো ফাদার্স ইন কাশ্মীর' বলল কোন গল্প

Google Oneindia Bengali News

Rating:
3.5/5
Star Cast: সোনি রাজদান, জারা ওয়েব
Director: https://www.imdb.com/title/tt5279674/

প্রকৃতির সাজানো ভূস্বর্গে বারুদের গন্ধে যেন কোথাও গিয়ে থমকে দিয়েছে কাশ্মীর উপত্যকাকে। ঝিলামের জল বয়ে চলার কুলকুল শব্দের মাঝেই নিরন্তর বোমা ,গুলির শব্দে এখানের শৈশব থেকে কৈশোর কেটে যায়। আর যৌবন নিতে থাকে নিজের মতো পথের বাঁক। এমনই এক কৈশরের কাহিনি ৭০ এমনএম-এ এর ক্যানভাসে তুলে ধরেছে অশ্বিন কুমারের ছবি 'নো ফাদার্স ইন কাশ্মীর'। ছবি গল্প বলেছে জানা- অজানার মাঝে থাকা কাশ্মীরের।

চিত্রনাট্য

চিত্রনাট্য

সুদূর ব্রিটেন থেকে নিজেপ বাবার খোঁজে কাশ্মীর আসে ছোট্ট নূর। সঙ্গে আসেন তাঁর মা। কাশ্মীরে নূরের সঙ্গে পরিচিত হয় এলাকারই এক কিশোর মাজিদের। নূরের মতোই মাজিদও খোঁজ করছে বাবার। নূরকে মাজিদ সাহায্য করবে বলে স্থির করে। এমন এক সময় জানা যায়,তাঁদের দুজনের বাবাকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর বাবার খোঁজে নূরল আর মাজিদ গিয়ে পড়ে এলাকার এক উগ্রবাদী নেতার খপ্পরে। ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে থাকে নূর আর মাজিদের জীবনে। পাল্টাতে থাকে ভাবধারা। চোখ খুলতে থাকে তাদের। কিন্তু পাল্টায় না কাশ্মীর!

পরিচালনা

পরিচালনা

এক খোঁজকে কেন্দ্র করে একটি সমাজব্যবস্থা, এলাকার রাজনীতি ও আবেগের অসামান্য বুনোট বেঁধেছেন অশ্বিন। ছবির গল্প বলার ধরন জানান দিচ্ছে, অশ্বিনের কেন আগের দুটি শর্ট ফিল্মে অস্কারে মনোনয়ন পেয়েছিল। সংবেদনশীল বিষয় নিয়ে মর্মস্পর্শী এক ছবি উপহার দিয়েছেন অশ্বিন।

[আরও পড়ুন: জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে না পেলেও লন্ডনের ইউনিভার্সিটির তরফে অনন্য সম্মান পেলেন শাহরুখ ][আরও পড়ুন: জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে না পেলেও লন্ডনের ইউনিভার্সিটির তরফে অনন্য সম্মান পেলেন শাহরুখ ]

অভিনয়

অভিনয়

ছবিতে দুই কিশোর কিশোরীর চরিত্রে জারা ওয়েব ও শিবম রায়না মন জয় করে নিয়েছেন সহজে। পরিচালক অশ্বিন নিজেও ছবিতে অভিনয় করেছেন, যে চরিত্রটি অসামান্য দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে সোনি রাজদান ও কুলভূষণ খারবান্দার মতো গুণী অভিনেতাদের অভিনয়ও এই ছবির বাড়তি পাওনা।

[আরও পড়ুন: বলিউড নাম্বারে জমিয়ে নাচ হলিউডের উইল স্মিথের, দেখুন ভিডিও][আরও পড়ুন: বলিউড নাম্বারে জমিয়ে নাচ হলিউডের উইল স্মিথের, দেখুন ভিডিও]

English summary
No Fathers In Kashmir Movie Review: Soni Razdan film is poignant tale of love and loss.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X