For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিল ছবির রিমেক 'নানু কি জানু' ! মজার মোড়কে কোন গল্প বলল অভয় দেওলের এই ফিল্ম

আজই মুক্তি পেয়েছে ফারাদজ হায়দর পরিচালিত ছবি 'নানু কি জানু' । ছবিটি যে একটি তামিল ফিল্মের রিমেক তা অনেকেরই অজানা হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

আজই মুক্তি পেয়েছে ফারাদজ হায়দর পরিচালিত ছবি 'নানু কি জানু' । ছবিটি যে একটি তামিল ফিল্মের রিমেক তা অনেকেরই অজানা হতে পারে। তামিল ছবি 'পিসাসু'-র হিন্দি রিমেকের এই ছবিতে অভয় দেওলের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পত্রলেখা।

[আরও পড়ুন: মাজিদির ঘরানায় প্রথম ছবিতে অসামান্য ঈশান,'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর গৌতম ঘোষ খুব অচেনা ][আরও পড়ুন: মাজিদির ঘরানায় প্রথম ছবিতে অসামান্য ঈশান,'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর গৌতম ঘোষ খুব অচেনা ]

 গল্প

গল্প

দিল্লির পটভূমি আর পাঞ্জাবী চরিত্র, দুয়ের মিশেলে যোগ দিয়েছে ফিল্মের মজার মোড়ক। ছবিতে বলা হয়েছে নয়ডার নানু(অভয় দেওল)র গল্প । যে একটি গ্যাং চালায় নাম মনু ঋষি চঢ্ডা অ্যান্ড কোং। যারা মোটামুটি জোর করে অ্যাপার্টমেন্ট খালি করানো নিয়ে গুণ্ডাগিরি করে। এরই মধ্য়ে একদিন একটিগাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে যোগাযোগ হয় সিদ্ধি (পত্রলেখা) নামের একটি মেয়ের সঙ্গে। পত্রলেখা দুর্ঘটনায় মারা যায়। এরপরই ফিল্মের গল্প মোড় নেয় এক আজব দিকে।

অভিনয়

অভিনয়


অভয় দেওল 'ওয়ে লাকি লাকি ওয়ে' ছবির কথা আবার মনে করিয়ে দিয়েছেন এক্কেবারে মাপাঝোপা অভিনয়ে এই ছবিতে নিজেকে সাজিয়েছেন অভয়। অন্যদিকে পত্রলেখাও বেশ মানানসই।

পরিচলনা

পরিচলনা

তামিল ছবির রিমেক হিসাবে 'নানু কি জানু' বেশ আকর্ষণীয় কাহিনি বিন্যাস। ছবিতে শুধু প্রেক্ষাপট পরিবর্তনই নয়, বরং সংলাপ রচনা ও দৃশ্যপট রচনার ক্ষেত্রেও নজর রেখেছেন পরিচালাক ফারাজ।

সবশেষে

সবশেষে

সপ্তাহান্তের ক্লান্তি ঝেরে ফেলতে এই ছবিটি এক্কেবারে উপযুক্ত। খানিকটামজা আর আনন্দের স্বাদ নিতে সপ্তাহ শেষে দেখে নিতেপারে এই ছবি।

English summary
Nanu Ki Jaanu Film Review in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X