For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড়দিনের আগেই মুক্তি পেল রণবীর সিং অভিনীত সার্কাস, পড়ুন সিনেমার রিভিউ

  • |
Google Oneindia Bengali News

Rating:
1.0/5
Star Cast: রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডজ ও বরুণ শর্মা, জনি লিভার, মুরলি শর্মা,
Director: রোহিত শেঠি

নিশ্চয়ই আপনাদের সঞ্জীব কুমারের বিখ্যাত সিনেমা 'অঙ্গুর’-এর কথা মনে আছে। সেই সিনেমার সঙ্গে অনেটাই মিল আছেন 'সার্কাস’ সিনেমাটির। পরিচালক রোহিত শেঠির পরিচালিত ছবি সার্কাস। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডজ ও বরুণ শর্মার মতো তাবড় তাবড় তারকারা। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা কবে সিনেমাটি মুক্তি পাবে। কমেডি ড্রামা ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুগামীরা। সবার অপেক্ষার অবসান হল আজ। সার্কাস প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সিনেমার গল্প

সিনেমার গল্প

সিনেমাটি ১৯৬০ সালের পটভূমিকে ঘিরে তৈরি করা হয়েছে। দুটি ভিন্ন পরিবার বেঙ্গালুরুর জামনাদাস এতিমখানা থেকে চার যমজ সন্তানকে দত্তক নিতে আসেন। এক জুটি বেঙ্গালুরুতে একটি ধনী পরিবারে বেড়ে ওঠে, অন্য জুটি উটিতে একটি সার্কাস-চালিত পরিবারে বেড়ে ওঠে। ভালো ভাবেই বড় হচ্ছিল শিশুগুলি। এভাবে কেটে যায় ২৫ টা বছর। চরিত্রের নাম রায় (রণবীর সিং) এবং জয় (বরুণ শর্মা)। বেঙ্গালুরুতে বাসকরা পরিবার রয় ও জয় তাদের ব্যবসার কারণে উটিতে আসেন। একই শহরে দুই রায় ও দুই জয়ের উপস্থিতিতে অনেক বিভ্রান্তি শুরু হয় এবং এই বিভ্রান্তির সঙ্গে তাঁদের বিভ্রান্তি বাড়তে থাকে। সিনেমাটি যে কমেডির তা ট্রেলার দেখেই আগেই অনুমান করেছিলেন অনুগামীরা। তবে সিনেমার গল্প অতটা শক্তপোক্ত ছিল না বলে মনে করছেন অনেকে।

এই সিনেমায় কারা কারা অভিনয় করেছেন

এই সিনেমায় কারা কারা অভিনয় করেছেন

রোহিত শেঠির পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং, জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কালসেকর, মুকেশ তিওয়ারি, সিদ্ধার্থ যাদব, জ্যাকলিন ফার্নান্ডেজ। এই সিনেমায় দ্বৈত ভূমিকায় থাকছেন রণবীর ও বরুণ। রণবীরের নায়িকা হিসাবে দেখা মিলবে জ্যাকনিল ও পূজা হেগড়ের। এই মাল্টিস্টারার ছবিতে থাকছেন টিকু তালসানিয়া, ব্রজেশ হিরজে, অশ্বনি কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুরলি শর্মার মতো তাবড় তাবড় তারকাদের। 'সিম্বা' ও 'সূর্যবংশী'র পর রোহিত শেট্টির তিন বছর ছবিতে দেখা যাবে রণবীরকে। তবে রণবীর ও বরুণ শর্মা কী ভাবে অভিনয় দিয়ে অনুগামীদের মন জয় করতে হয় তারা তা জানেন। এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। জ্যাকলিন ফার্নান্ডেজ ও পূজা হেগড়ে চরিত্রে খুব ভালো হয়েছে তবে সিনেমায় যদি সত্যিকারের নায়ক কেউ থেকে থাকেন তিনি সঞ্জয় মিশ্র, প্রথম থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত সঞ্জয় মিশ্রের আধিপত্য। এর পাশাপাশি সিদ্ধার্থ যাদবের কমিক টাইমিং ছবিটিকে কিছুটা স্বস্তি দিয়েছে। যেখানে জনি লিভার, মুরলি শর্মা, সুলভা আর্য, টিকু তালসানিয়া, মুকেশ তিওয়ারি, ব্রজেশ হিরজির মতো উজ্জ্বল শিল্পীরা উপযুক্ত জায়গা না পাওয়ার জন্য যেন একটি ফ্রেমে পরিণত হয়েছিল। এখানে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

 গান ও দৃশ্য

গান ও দৃশ্য

ফরহাদ সামজি, বিধান ধোদগাঁওকর ও সঞ্চিত বেন্দ্রির লেখা এই সিনেমার গল্প। সেই সিনেমার কোন ইমোশন সঠিক বা কমেডির কোন পাঞ্চ নয়। তাই দর্শকদের গল্পের সঙ্গে যোগ করা কিন্তু নিছক একটা প্রশ্ন থেকে যায়। এছাড়াও গল্পে যুক্তি প্রধান অনুপস্থিত. বান্টি নাগির সম্পাদনায় দৃশ্য ও ফ্রেম নিয়ে বিভ্রান্তি স্পষ্টভাবে দৃশ্যমান। জোমন টি জনের সিনেমাটোগ্রাফি সম্পর্কে বলতে গেলে বলা হয়, পিছনের গ্র্যান্ড সেটগুলি নকল। ব্যাঙ্গালোর থেকে উটি কোথাওই ১৯৬০ এর পটভূমিকে বোঝা যায়নি। গান গুলি অনেকটাই আলাদা বলা চলে। তবে সিনেমাটি যে মজার তা আপনারা সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন।

English summary
bollywood movie circus s review ranveer singh acted in this cinema
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X