কে এই মানসা বারাণসী, যিনি জিতলেন ২০২০ সালে মিস ইন্ডিয়ার খেতাব
২০২০ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতলেন তেলঙ্গানার মানসা বারাণসী। বুধবার রাতে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৯ সালে রাজস্থান থেকে হওয়া মিস ইন্ডিয়া সুমন রতন সিং রাও। বুধবার মুম্বইয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেছে নেওয়া হল দেশের সেরা তিন সুন্দরীকে। যাঁরা আন্তর্জাতিক মঞ্চে সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। এদিন হরিয়ানার মেয়ে মনিকা শেওকান্দ-এর মাথায় উঠেছে ভিএলসিসি ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া ২০২০-র তাজ, অপরদিকে উত্তর প্রদেশের মান্যা সিংয়ের ঝুলিতে গিয়েছে মিস ইন্ডিয়ার রানার-আপের খেতাব।

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব জেতার পর মানসা ভারতকে ৭০তম মিস ওয়ার্ল্ড পেজেন্টে প্রতিনিধিত্ব করবেন। যা ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। হায়দরাবাদে জন্ম হয় মানসার, তিনি একজন ফাইনানসিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ বিশ্লেষক। ২৩ বছরের মেয়ে ভালোবাসেন বিশ্বের আর্থিক পরিস্থিতিগুলি নিয়ে পর্যালোচনা করতে। তাঁর বই, গান ও যোগচর্চার প্রতি অসীম আগ্রহ। মিস ইন্ডিয়া মানসা যখন বড় হয়ে উঠছিলেন তিনি খুবই শান্ত প্রকৃতির মেয়ে ছিলেন এবং নিজের মনের ভাব প্রকাশ করতেন ভারতনাট্যম ও গানের মাধ্যমে। এই শিল্প কলার মাধ্যমে মানসা শিখেছে নিজের মধ্যে কৌতুহল ও সাহসকে জাগিয়ে তুলতে। মানসার জীবনকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন তাঁর মা, ঠাকুমা ও তাঁর ছোট বোন। এই তিন মহিলা ছাড়াও মানসার জীবনকে অনুপ্রাণিত করেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি নিজেও ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন।
এক সাক্ষাতকারে মানসা বলেছিলেন, 'সমস্ত বিউটি কুইনদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়াকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তিনি নতুন নতুন জিনিস করতে ভালোবাসেন, তিনি সর্বদা নিজের সীমা পেরিয়ে বিভিন্ন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছেন। আমি সবসময়ই চেয়েছি তাঁর মতো জীবনকে বেছে নিতে।’
দেশের সেরা তিন সুন্দরীকে বেছে নেন, নেহা ধুপিয়া, চিত্রাঙ্গদা সিং, পুলকিত সম্রাট এবং বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জুটি ফাল্গুনি ও শেন পিকক