For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘‌শিকারা’‌র মুক্তির ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তিন আবেদনকারী

‘‌শিকারা’‌র মুক্তির ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তিন আবেদনকারী

Google Oneindia Bengali News

বিধু বিনোদ চোপড়া পরিচালিত বলিউড ছবি '‌শিকারা’‌র মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে জম্মু–কাশ্মীর হাইকোর্টের দ্বারস্থ হলেন এক সাংবাদিক, আইনজীবী ও রাজনৈতিক কর্মী। মঙ্গলবারই তাঁরা এ বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে। আবেদনে বলা হয়েছে যে এই ছবির মধ্য দিয়ে কাশ্মীরি মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এবং তাঁদের খারাপ দেখানো হয়েছে।

‘‌শিকারা’‌র মুক্তির ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তিন আবেদনকারী


তিনজন আবেদনকারী হলেন সাংবাদিক মাজিদ হায়দারি, রাজনীতিবিদ ইফতিখার মিসগার ও আইনজীবী ইরফান হাফিজ লোন। এই তিনজনই শ্রীনগরে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পিটিশনে বলা হয়েছে, সিনেমাটিতে কাশ্মীরি মুসলিমদের ভুলভাবে চিত্রিত করা হয়েছে। রাজনীতি হোক বা সাধারণ মানুষ সমাজের বিভিন্ন স্তর থেকে বারবার অভিযোগ উঠেছে যে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে কখনই কিছু বলা হয় না। আবেদনে আরও বলা হয়েছে যে সিনেমাটি কেবল পরিচালকের কল্পনার চিত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। কাশ্মীরি পন্ডিতরা ১৯৯০ সালে উপত্যকা থেকে চলে এসেছিলেন।

কিছুদিন আগে পরিচালক বিধুবিনোদ চোপড়া ১৯৯০ সালে কাশ্মীর থেকে এখানকার হিন্দু বাসিন্দাদের ওপর হওয়া অত্যাচার এবং বিতাড়িত হওয়া নিয়ে সিনেমা তৈরি করার কথা ঘোষণা করেন। '‌শিকারা’‌ বিধুবিনোদ চোপড়ার 'কামব্যাক’ সিনেমাও বটে। দীর্ঘ কয়েক বছর বিরতির পর এই ছবির হাত ধরে বলিউডে ফিরছিলেন তিনি। ট্রেলার মুক্তি পাওয়ার পর সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়ে মানুষের। আগামী শুক্রবার সিনেমা রিলিজ করার কথা ছিল। কিন্তু এরই মধ্যে সিনেমায় স্থগিতাদেশ চেয়ে আদালতে এই আবেদন নিরাশ করেছে সিনেমাপ্রেমীদের। তিন আবেদনকারীর বক্তব্য, কাশ্মীর থেকে বিভিন্ন কারণে কাশ্মীরি পণ্ডিতরা চলে গিয়েছিলেন। কোনও একটা কারণ এর জন্য দায়ি নয়।

English summary
The trio — journalist Majid Hyderi, political activist Iftikhar Misgar and lawyer Advocate Irfan Hafiz Lone — approached the court in Srinagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X