For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মানুষ সৌমিত্র'কে ভুলতে পারছেননা লিলি চক্রবর্তী , ধৃতিমান থেকে কুশল , শাশ্বতরা

'মানুষ সৌমিত্র'কে ভুলতে পারছেননা লিলি চক্রবর্তী , ধৃতিমান থেকে কুশল , শাশ্বতরা

  • |
Google Oneindia Bengali News

যে জেনারেশনই হোক, সিনেমা, নাটক, আবৃত্তি, গান , সমস্ত কিছু ছাপিয়ে 'মানুষ হিসাবে' সৌমিত্র চট্টোপাধ্যায় যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছেন । পেশা তাঁর নেশা ছিল, কিন্তু শিল্পী সত্ত্বা নিয়ে পেশার নেশাকে ছাপিয়ে গিয়ে 'বড় মানুষ' হয়ে ওঠা সহজ বিষয় নয়। আর সেখানেই তিনি সব গণ্ডি পেরিয়ে 'সৌমিত্র চট্টোপাধ্যায়'! যাঁর নিজের তুলনা তিনি নিজেই।

 লিলি চক্রবর্তীর স্মৃতি চারণা

লিলি চক্রবর্তীর স্মৃতি চারণা

'কাঁচ কাটা হীরে' ছবি দিয়ে তাঁদের প্রথম জুটি হিসাবে পথচলা। আর সৌমিত্রর সেই সহ অভিনেত্রী লিলি চক্রবর্তী এদিন অভিনেতার স্মৃতিচারণায় জানান, সবকিছু ছাপিয়েও থেকে যাবে 'এতবড় মানুষটার সুন্দর ব্যবহারটা'।

কুশল চক্রবর্তী

কুশল চক্রবর্তী

'সোনার কেল্লা' ছবির শ্যুটিংয়ের সময় অভিনেতা কুশল চক্রবর্তীর বয়স ছিল মাত্র ৬ বছর। আর কুশল সেই স্মৃতিচারণা করতে গিয়ে বলেন , যখনই শ্যুট শেষ হত ওই শিশুশীল্পীকে পর্যন্ত সৌমিত্রবাবু বলে সেট ছাড়তেন। এত পুরষ্কারকে ধনী, এত সম্মানের অধিকারী মানুষটার এই ব্যবহার আরও বেশি করে থেকে গিয়েছে কুশলের মন জুড়ে। তিনি বলেন ,'সৌমিত্র চট্টোপাধ্যায় একটা যুগ'।

দেবশঙ্কর হালদার

দেবশঙ্কর হালদার

দেবশঙ্কর হালদার বলেন, ' একটি সংলাপকে কী করে শরীরে মধ্যে আয়ত্ত্ব করে তাকে মনের সঙ্গে জড়িয়ে প্রকাশ করার পন্থা শিখিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় '। ধীরে ধীরে বন্ধু বানিয়ে নেওয়ার প্রবল ক্ষমতা যে এই কিংবদন্তীর মধ্যে কতটা ছিল , তা এদিন বর্ণনা করেন দেবশঙ্কর হালদার।

শাশ্বত চট্টোপাধ্যায়

শাশ্বত চট্টোপাধ্যায়

' আবার অরণ্যে' ছবিতে কীভাবে সকলের সঙ্গে মিলে সৌমিত্র চট্টোপাধ্যায় আড্ডা দিতেন , তা তুলে ধরেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি জানান,বাবা শুভেন্দুর সঙ্গেও সৌমিত্র চট্টোপাধ্যায় যেভাবে মিশতেন, একইভাবে তিনমি মিশতেন শাশ্বতদের সঙ্গেও। শাশ্বত এদিনও সৌমিত্রবাবুর প্রগাঢ় পাণ্ডিত্যকে কুর্নিশ জানান।

'সৌমিত্র দা যেখানেই থাকুন, ভাল থাকুন, এই বাংলায় ফিরে আসুন', বললেন শোকতপ্ত মমতা'সৌমিত্র দা যেখানেই থাকুন, ভাল থাকুন, এই বাংলায় ফিরে আসুন', বললেন শোকতপ্ত মমতা

English summary
Soumitra Chatterjee passed away,theatre personbality to film actors of Bengal Reacts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X