For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাস্টিং কাউচ ' বিতর্কে নিয়ে ক্ষমা চাইলেন সরোজ খান

কাস্টিং কাউচ নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন কোরিওগ্রাফার সরোজ খান। এদিন তাঁর মন্তব্য় ঘিরে সমালোচনার ঝড় বইতে থাকে বলিউডে। শুধু বলিউড নয়, রাজনীতির গণ্ডিতেও পৌঁছয় এই বিতর্ক।

  • |
Google Oneindia Bengali News

কাস্টিং কাউচ নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন কোরিওগ্রাফার সরোজ খান। এদিন তাঁর মন্তব্য় ঘিরে সমালোচনার ঝড় বইতে থাকে বলিউডে। শুধু বলিউড নয়, রাজনীতির গণ্ডিতেও পৌঁছয় এই বিতর্ক। কংগ্রেস রাজনীতিক রেনুকা চৌধুরি জানান, শুধু বলিউড নয়, সংসদও এই কাস্টিং কাউচের বাইরে নয় । গোটা দেশই আজ এই বিতর্কে সরগরম ছিল।

কাস্টিং কাউচ বিতর্কে নিয়ে ক্ষমা চাইলেন সরোজ খান

[আরও পড়ুন:'কাস্টিং কাউচ' বিতর্ক সরোজের মন্তব্য নিয়ে চরম প্রতিক্রিয়া শ্রী রেড্ডির][আরও পড়ুন:'কাস্টিং কাউচ' বিতর্ক সরোজের মন্তব্য নিয়ে চরম প্রতিক্রিয়া শ্রী রেড্ডির]

এদিকে, বিতর্কি দানা বাঁধতেই নিজের মন্তব্য নিয়ে ক্ষমা চেয়ে নিলেন সরোজ খান। তিনি বলেন, 'আমি ক্ষমা চাইছি। তবে কোন প্রশ্নের পরিপ্রেক্ষইতে এই কথা বলেছি সেটা না জেনেই হইচই হচ্ছে। ' এর আগে, সরোজ কার্যত কাস্টিং কাউচ-এর প্রথাকে খানিকটা ইতিবাচক ভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, এই ঘটনাগুলি নতুন নয়। মেয়ে হওয়ার সুযোগ অনেকেই নিয়ে থাকেন।

সরোজ বলেছেন ,' এটা অন্তত কাউকে জীবিকার যোগান দেয়, ধর্ষণ করে ফেলে দেয় না। এটা একটি মেয়ের উপর নির্ভর করছে, যে সে কী চায়। যদি নিজে কোনও খারাপ জিনিসের মধ্যে পড়তে না চাও,তাহলে সেখানে পড়তে পারবে না। নিজের মধ্যে শিল্পভাবনা থাকলে, তোমার নিজেকে বিক্রি করতে হবে কেন?এজন্য ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গ টানার প্রয়োজন নেই। 'এর আগে, পরিচালক অনুরাগ কশ্যপ যৌন হেনস্থা নিয়ে মুখ খুলে জানান, ' যৌন হেনস্থা সর্বত্র রয়েছে, তাহলে মানুষের এত উৎকণ্ঠা শুধু বলিউড নিয়ে কেন?'

[আরও পড়ুন:'অভিনেত্রী হতে গেলে যৌন সম্পর্ক গড়তে হবে', বলিউডের যৌন হেনস্থা অভিনেত্রীরা যা বললেন][আরও পড়ুন:'অভিনেত্রী হতে গেলে যৌন সম্পর্ক গড়তে হবে', বলিউডের যৌন হেনস্থা অভিনেত্রীরা যা বললেন]

English summary
Saroj Khan apologises for her casting couch comments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X