আলিয়ার বাড়িতে 'লেট নাইট ডিনার'-এ রণবীর! ক্যামেরায় ধরা পড়ল যে সব দৃশ্য
রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা এখন পুরনো খবর! এই সম্পর্ক নিয়ে দুই তারকা অভিনেতা অভিনেত্রী যেভাবে মিডিয়ার সামনে মুখ খুলছেন তাতে বলা যায় যে 'খুল্লাম খুল্লা' প্রেমে তাঁদের আপতিত নেই! আর সেই খুল্লাম-খুল্লা প্রেমকে আরও একটু উস্কে দিলেন 'সঞ্জু' স্টার রণবীর। আলিয়ার বাড়িতে রাতের ডিনার পার্টিতে পৌঁছে গেলেন রণবীর। আর নতুন করে এই ডিনারের ঘটনাই উঠে এসেছে খবরের শিরানামে।

মাঝের সময়টা খুব একটা ভালো কাটেনি রণবীরের। একের পর এক ফিল্ম ফ্লপ, তার ওপর ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপ। তবে 'সঞ্জু' স্টার রণবীর আপাতত দারুন খুশির মেজাজে। একদিকে ফিল্মের সাফল্য অন্যদিকে আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চরম গুঞ্জন , সব মিলিয়ে রণবীরের মুখের হাসি দিন দিন চওড়া হচ্ছে। ইতিমধ্যেই রণবীর জানিয়েছেন যে আলিয়ার প্রতি তিনি কতটা অনুরক্ত। এবার সেই বলিউড ডিভার বাড়িতেই 'লেট নাইট ডিনার'-এ দেখা মিলল রণবীরের। দুই তারকাকে খোশ মেজাজে বসে খাওয়া দাওয়া করতেও দেখা গেল।

আর দু'জনের এই গোপন সাক্ষাৎ ক্যামেরার লেন্সবন্দি হয়েছে। আর তার থেকেই জল্পনা আরও তুঙ্গে। এর আগে সোনমের বিয়েতে দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকে আলিয়া-রণবীর দুজনেই নিজেদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। এ নিয়ে আলিয়া খানিকটা রাখঢাক করলেও, রণবীর আলিয়ার বিষয়ে বেশ কিছু খোলামেলা মন্তব্য করেছেন।