'বাহুবলী','বল্লাল দেব'-এর সঙ্গে পার্টি করলেন এই বলিউড অভিনেত্রী, ছিল ঢালাও খাবারের আয়োজন
বল্লাল দেবের সঙ্গে একসঙ্গে বসে খাওয়াদাওয়া সেরেছেন বাহুবলী! সঙ্গে আবার রয়েছেন, অবন্তিকা এবং দেবসেনাও! না ফিল্মে নয়, বাস্তবে! বাহুবলী সিরিজের জনপ্রিয় কলাকুশলীদের সঙ্গে হায়দরাবাদী স্টাইলে নৈশভোজ সারলেন বলিউড তারকা রবিনা ট্যান্ডন। পার্টির পর সেলফি ফ্রেমে ধরা পড়লেন প্রভাস, রাণা, অনুষ্কা, তমন্না ও রবিনা ট্যান্ডন।
#aboutlastnight✨ #partyinghyderabadstyle #fun #food #friends #thebahubaliway
A post shared by Raveena Tandon (@officialraveenatandon) on Sep 30, 2017 at 9:36pm PDT
গোটা দেশর মানুষের ওপর 'বাহুবলী ' ছবি কতটা প্রভাব ফলেছে তা বোঝা যাচ্ছে দুর্গাপুজোর একের পর এক মণ্ডপসজ্জা দেখেই। তাছাড়া গণেশ চতুর্থীর সময়ে দক্ষিণভারত জুড়ে দেখা গিয়েছে বহুবলীর আদলে গণেশের মূর্তি। আর এই জনপ্রিয় সিনেমার তারকারা যদি একসঙ্গে পার্টি করেন তাহলে তো খবর হবেই।
#amazing #authentic #andhradinner #explosivespicy ! ❤️ #allabouttonight
A post shared by Raveena Tandon (@officialraveenatandon) on Sep 30, 2017 at 12:19pm PDT
গতকালই, 'বাহুবলী' প্রভাস থেকে শুরু করে 'ভল্লাল' রাণা , অবন্তিকা তমন্না ভাটিয়া , 'দেবসেনা' অনুষ্কা শেট্টিকে নিয়ে পার্টি করলেন বলিউড তারকা রবিনা ট্যান্ডন। পার্টিতে ছিল ঢালাও খাবারের আয়োজন। সেই সমস্ত ছবিই নিজের সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেন রবিনা।