For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুশান্ত মৃত্যু রহস্য উদঘাটন করতে বলিউডের প্রযোজক ও প্রযোজনা সংস্থাকে সমন পাঠাবে পুলিশ

সুশান্ত মৃত্যু রহস্য উদঘাটন করতে বলিউডের প্রযোজক ও প্রযোজনা সংস্থাকে সমন পাঠাবে পুলিশ

Google Oneindia Bengali News

মুম্বই পুলিশ সমন পাঠাতে পারে বলিউডের কমপক্ষে পাঁচটি প্রযোজনা সংস্থা ও প্রযোজকদের। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় তাদের বয়ান রেকর্ড করা হবে বলে বুধবার এক সূত্র মারফত জানা গিয়েছে।

সুশান্ত মৃত্যু রহস্য উদঘাটন করতে বলিউডের প্রযোজক ও প্রযোজনা সংস্থাকে সমন পাঠাবে পুলিশ


রবিবার ৩৪ বছরের অভিনেতাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মুম্বইয়ের বান্দ্রায় তাঁর ফ্ল্যাট থেকে। পুলিশ জানিয়েছে, সুশান্ত গত ছ’‌মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সুশান্ত তাঁর সই করা সিনেমাগুলি কেন হারিয়ে ফেলেছিলেন পুলিশ সে বিষয়েও তদন্ত করছে। রাজনীতিবিদ সঞ্জয় নিরুপম সহ একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন যে, 'ছিচোর’–এর সাফল্য সত্ত্বেও সুশান্ত অল্প সময়ের মধ্যে সাতটি সিনেমা হারিয়েছিল। সূত্রের খবর, সুশান্তের সই করা সত্ত্বেও কেন তাঁকে সাতটি ছবি থেকে বাদ দেওয়া হয় সে বিষয়টিও বোঝার চেষ্টা করছে তদন্তকারীরা। এদিকে জানা গিয়েছে যে কিছু প্রযোজকের সঙ্গে তাঁর বিতর্কের সৃষ্টি হয়েছিল। সূত্রের দাবি, সুশান্ত ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আদান–প্রদান হয়েছিল। সেই ঘনিষ্ঠ বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাঁর বয়ানও রেকর্ড করা হবে।

মুম্বই পুলিশের দল এই ঘটনার তদন্ত করছে এবং সুশান্তের মোবাইল ও ল্যাপটপ আনলক করার চেষ্টা চালিয়ে চলেছে। মোবাইল ও ল্যাপটপ পাঠানো হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবে, যাতে মুছে দেওয়া কোনও তথ্য পুনরুদ্ধার করা যায়। এখনও পর্যন্ত ১১ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যে পরিবার ও বন্ধুরাও রয়েছে। সুশান্তের মৃত্যু বলিউড সহ তাঁর অনুগামী ও দেশবাসীকে শোকস্তব্ধ করে তোলে। এ রকম প্রতিভাবান অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছে গোটা দেশ।

করোনা স্বাস্থ্যবিমার কাগজ না পেল শ্যুটিং নয়, দাবিতে অনড় আর্টিস্ট ফোরাম, ফের থমকে গেল টলি পাড়াকরোনা স্বাস্থ্যবিমার কাগজ না পেল শ্যুটিং নয়, দাবিতে অনড় আর্টিস্ট ফোরাম, ফের থমকে গেল টলি পাড়া

English summary
‌Police are summoning five production companies to find out the real reason behind Sushant Singh Rajput's suicide.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X