For Quick Alerts
For Daily Alerts

মিস ওয়ার্ল্ডের শিরোপা মিস জ্যামাইকার, সেকেন্ড রানার আপ ভারতের সুমন রাও
মিস ওয়ার্ল্ডের শিরোপা মিস জ্যামাইকার, সেকেন্ড রানার আপ ভারতের সুমন রাও
একটুর জন্য খেতাব জয় হল না মিস ইন্ডিয়া সুমন রাওয়ের। ১৪ ডিসেম্বর লন্ডনের এক্সেলে বসেছিল বিশ্ব সুন্দরি প্রতিযোগিতা। তাতে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নেন মিস জ্যামাইকা অ্যান সিং। দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের ওফলে মেজিনো এবং তৃতীয় হয়েছেন ভারতের সুমন রাও।

১২০টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। ২০ নভেম্বর থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতা। একাধিক ইভেন্ট পেরিেয় ফাইনাল রাউন্ডে পৌঁছয় ১০ জন প্রতিযোগী। তারমধ্যে ছিলেন ভারতের সুমন রাও(২০)। শেষ পাঁচ প্রতিযোগীর অংশ হয়েছিলেন সুমন রাও। ভবিষ্যতে অভিনেত্রী হতে চান তিনি।
গত কয়েকমাস ধরেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন সুমন। একাধিক মডেলিং থেকে শুরু করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
বিজেপির মাথায় হাত, এবার জোটসঙ্গীই বেঁকে বসল নাগরিকত্ব আইনে! লড়াই জোরদার
Comments
English summary
Miss world 2019 is miss Jamaica, Miss India Suman Rao crownd second
Story first published: Sunday, December 15, 2019, 11:30 [IST]