For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাড়ি থামতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! ফিল্মি কায়দায় খুন অভিনেত্রী আলিয়া

গাড়ি থামতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! ফিল্মি কায়দায় খুন অভিনেত্রী আলিয়া

  • |
Google Oneindia Bengali News

জাতীয় সড়ক দিয়ে ছুটে যাচ্ছিল গাড়ি। হাওড়ার বাগনানে জাতীয় সড়কের ধারে গাড়ি থামতেই ঘটে গেল নৃশংস ঘটনা। বুধবার সাতসকালে জাতীয় সড়কের উপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল ঝাড়খণ্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

১৬ নম্বর জাতীয় সড়ক খুন অভিনেত্রী

১৬ নম্বর জাতীয় সড়ক খুন অভিনেত্রী

বুধবার ঝাড়খণ্ড থেকে ভোরে বেরিয়ে কলকাতায় যাচ্ছিলেন ইশা আলিয়া নামে ঝাড়খণ্ডের ওই অভিনেত্রী। গাড়িতে ছিলেন তাঁর স্বামী ও আড়াই বছরের এক শিশু। ১৬ নম্বর জাতীয় সড়ক বা মুম্বই রোডের উপর হাওড়ার বাগনানের অদূরে মহিষরেখা ব্রিজের কাছে দাঁড়ানোর পরই ঘটনাটি ঘটে। গাড়িটি দাঁড় করিয়ে টয়লেটে গিয়েছিলেন অভিনেত্রীর স্বামী। তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

আড়াই বছরের শিশুর সামনে মা খুন

আড়াই বছরের শিশুর সামনে মা খুন

অভিযোগ, আড়াই বছরের শিশুর সামনে ইশা আলিয়াকে গুলি করে খুন করা হয়। ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গিয়েছে। ছিনতাইয়ে বাধা পেয়েই তারা ওই অভিনেত্রীকে খুন করে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে তাঁর স্বামী প্রকাশ কুমারের অভিযোগের ভিত্তিতে।

ঘটনার পুনর্গঠন মৃতার স্বামীকে নিয়ে

ঘটনার পুনর্গঠন মৃতার স্বামীকে নিয়ে

প্রকাশ কুমারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকাশ কুমারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠনও করা হয়েছে। পুলিশ অপরাধস্থলের কাছাকাছি কারখানার সিসিটিভির ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

প্রকাশ কুমার পুলিশের কাছে জানান, তিনি স্ত্রী ইশা আর তাদের আড়াই বছরের মেয়েকে নিয়ে কলকাতায় যাচ্ছিলেন। সকাল ৬টা নাগাদ জাতীয় সড়কের ধারে একটি নির্জন স্থানে গাড়ি দাঁড় করিয়ে টয়লেটে গিয়েছিলেন। সেই সময় তিন ছিনতাইকারী তাদের তাঁর উপর হামলা করে। ছিনতাইয়ের চেষ্টা করে। আমার স্ত্রী তখন তাঁদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে তাঁকে খুন করে।

মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা

মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা

প্রকাশ কুমার আরও জানান আমার স্ত্রী ঝাড়খণ্ডের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তাঁর আসল নাম রিয়া কুমারী। ইশা আলিয়া তাঁর পর্দার নাম। প্রকাশ কুমার নিজেকে একজন চলচ্চিত্র পরিচালক বলে পরিচয় দেন। তিনি বলেন, আমরা স্ত্রী মেয়েকে নিয়ে গাড়িতেই বসেছিলেন। ছিনতাইকারীরা আমার মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। তখনই গুলি চালায় তারা।

কোনও ফাউল প্লে নেই তো, তদন্তে পুলিশ

কোনও ফাউল প্লে নেই তো, তদন্তে পুলিশ

এরপর স্থানীয়দের উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে ইশা আলিয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। আড়াই বছরের মেয়ের সামনে মাক খুন হয়ে যেতে হল এদিন হাওড়ার বাগনানে জাতীয় সড়কের উপর। এই ঘটনার পর জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। তার পাশাপাশি অন্যান্য সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ছিনতাই নাকি অন্য কোনও মোটিভ রয়েছিল। কারা হামলা চালাল. ছিনতাইকারীদের কাছে বন্দুক এল কীভাবে। এছাড়া এর মধ্যে কোনও ফাউল প্লে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অত ভরো তাঁরা কোথা থেকে আসছিলেন, তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

English summary
Jarkhand’s actress Isha Alia killed by snatchers on National Highway in Howrah of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X