For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হলি থেকে বলি সকলকে টেক্কা! RRR তিনদিনে ৫০০ কোটি, বক্স অফিসে তৈরি নয়া ইতিহাস

হলি থেকে বলি সকলকে টেক্কা! RRR তিনদিনে ৫০০ কোটি, বক্স অফিসে তৈরি নয়া ইতিহাস

  • |
Google Oneindia Bengali News

ভারতের বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করল এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা 'আরআরআর’। সব রেকর্ড ভেঙে দিলো সিনেমাটি। গোটা বিশ্বব্যাপী মুক্তির দিন এই সিনেমার ব্যবসা করেছিল ২২৩ কোটি টাকা। দক্ষিণী ছবিতে রাজামৌলির একাধিক সুপারস্টারকে দেখা গেছে। জুনিয়ার আরটিআর, রামচরণ, আলিয়া ভাট ,অজয় দেবগনের মতো একাধিক অভিনেতা অভিনেত্রী দেখা মিলেছে এই ছবিতে।


৫০০ কোটি টাকা আয়

৫০০ কোটি টাকা আয়

এই ছবি মুক্তির তৃতীয় দিনে প্রায় ৫০০ কোটি টাকা আয় করেছে। আশা করা হচ্ছে বাহুবলী, পুষ্পা ছবির রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে, সিনেমাটি। এমনটাই আশা রাখছে অনুগামীরা। কারণ, করোনা পরিস্থিতি কিন্তু এখনোও পুরোপুরি মিটে যায়নি। তাই এই বিশাল অঙ্কের ব্যবসা সত্যিই এক যেন এক ঐতিহাসিক নজির! তারকাদের অভিনয়ে মুগ্ধ অনুগামীরা।

তরণ আদর্শ টুইটে কী বললেন

তরণ আদর্শ টুইটে কী বললেন

নিজের সোশ্যাল মিডিয়া, টুইটারে এই হিট ছবির মোট বক্স অফিসে কত টাকা সংগ্রহ করেছে, তা শেয়ার করেছেন চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনি লিখেছেন,'' #RRR নতুন বেঞ্চমার্ক সেট করছে। ৫০০ কোটি টাকা [এবং চলছে]... বিশ্বব্যাপী GBOC *উপেনিং উইকএন্ড* বিজ... অসাধারণ সোমবার... #SSRajamouli ভারতীয় সিনেমার গৌরব ফিরিয়ে আনলেন। ছুটির বাইরে মুক্তি। মহামারী যুগ।"

 প্রথম ও শীর্ষস্থান দখল RRR-এর

প্রথম ও শীর্ষস্থান দখল RRR-এর

করোনা মহামারি পরিস্থিতিতে নেট বক্স অফিসের ভিত্তিতে মোট পাঁচটি সিনেমার তালিকা ভাগ করেছেন। যার মধ্যে রয়েছে প্রথম ও শীর্ষস্থান দখল করেছে 'আরআরআর'। বলে জানান তরণ আদর্শ। এই সিনেমার টিকিট প্রায় সর্বত্রই হাউসফুল চলছে। বাহুবলী ২ কে ইতিমধ্যে ছাপিয়ে যাওয়ার পর ২২৩ কোটি টাকা নিয়ে দেশের সর্বকালের সবচেয়ে বড় ওপেনার হয়ে উঠেছে RRR. প্রথমদিনে আয় ২১৭ কোটি টাকা। তেলেগু ছাড়াও কন্নড়, হিন্দি, মালায়ালম, সহ মোট ৫ টি ভাষাতে মুক্তি পেয়েছে ছবিটি।

 সিনেমায় কে কে অভিনয় করেছেন

সিনেমায় কে কে অভিনয় করেছেন

এই ছবি তৈরি হয়েছে দুই তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাম ভীমা ও আলুরি সীতারামা রাজুর জীবন ঘিরে এই ছবির বাজেট ছাপিয়ে গিয়েছে ৪৫০ কোটি টাকা। জুনিয়র এনটিআর এবং রাম চরণ ছাড়াও, আরআরআর-এ আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস, শ্রিয়া শরণ এবং সামুথিরাকানি সহ সহায়ক ভূমিকায় রয়েছেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন এমএম কিরাভানি। অনুগামীরা আশা করছেন, শীঘ্রই ছবিটি ৫৫০ কোটি পার করবে। সিনেমা দেখে উচ্ছসিত অনুগামীরা।

English summary
indias biggest blockbuster rrr cinema box office collection 500 crores
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X