শুটিং সেটে ফিরলেন হৃত্ত্বিক রোশন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল অভিনেতার নতুন সেলফি
নোভেল করোনা ভাইরাস মহামারির কারণে এতদিন বাড়িতেই বন্দি ছিলেন বলিউডের 'কৃশ’ হৃত্ত্বিক রোশন। এতমাস পর এবার তিনি সেটে ফিরছেন। সোশ্যাল মিডিয়ায় হৃত্ত্বিক নিজেই এই খবর ভক্তদের জানান এবং সঙ্গে নিজের দারুণ একটি সেলফি তুলে পোস্ট করেন।

সবসময়ের মতো হৃত্ত্বিক এই ছবিতেও যথারীতি দারুণ হ্যান্ডসম লাগছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ছবি দেখার পর রীতিমতো ঝড় উঠেছে, কয়েক ঘণ্টার মধ্যে ১০ লক্ষের বেশি লাইক পড়েছে ছবিতে। এই ছবিটি তিনি শুটিং সেট থেকে তুলেছেন বলে জানিয়েঠেন। হৃত্ত্বিক পোস্টে লেখেন, 'সেটে ফিরে’। ছবিতে অভিনেতার চুল ছোট করে কাটা, একটু এলোমেলো। তাঁর পরনে ছিল নীল রঙের জ্যাকেট ও কালো রঙের টি–শার্ট।
অভিনেতার নতুন এই সেলফি দেখে ফ্যানেরা বেশ উৎসাহিত ও কৌতুহলও একই সঙ্গে। হৃত্ত্বিকের এই ছবিতে অভিষেক বচ্চন থেকে শুরু করে হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমও প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতাকে শেষবারের মতো দেখা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ওয়ার’–এ। এই ছবিতে টাইগার শ্রফও ছিলেন। হৃত্ত্বিক বর্তমানে কৃশ ৪–এর শুটিং করবেন তবে তা এখনও শুরু হয়নি। হলিউডেও শীঘ্রই দেখা যাবে এই অভিনেতাকে।
