For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রানুকে নিয়ে লতার মন্তব্যের পর কার পক্ষ নিলেন হিমেশ!

রাতারাতি রানাঘাটের রানু মণ্ডল সকলের নজর কেড়েছেন। আর সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তিনি অন্যতম সেনসেশন। ইতমধ্যেই হিমেশ রেশমিয়ার সঙ্গে তিনি বেশ কে.কটি গান রেকর্ড করে ফেলেছেন।

  • |
Google Oneindia Bengali News

রাতারাতি রানাঘাটের রানু মণ্ডল সকলের নজর কেড়েছেন। আর সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তিনি অন্যতম সেনসেশন। ইতমধ্যেই হিমেশ রেশমিয়ার সঙ্গে তিনি বেশ কে.কটি গান রেকর্ড করে ফেলেছেন। আর যাঁর গান দিয়ে রানুর জনপ্রিয়তা শুরু , সেই লতা মঙ্গেশকর আগেই রানু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, 'অনুকরণ করে বেশিদূর যাওয়া যায় না।' এরপরই এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খোলেন হিমেশ।

রানুকে নিয়ে লতার মন্তব্যের পর কার পক্ষ নিলেন হিমেশ!

হিমেশ রেশমিয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, কোন প্রেক্ষিতে লতা মঙ্গেশকরজি কথাগুলি বলেছেন তা যাচাই করতে হবে। হিমেশ বলেন ,' যখন আপনি কাউকে নকল করেন,তখন কাজটা ভালো হয়না। তবে আমি এটাও মনে করি যে কারোর থেকে যদি অনুরপ্রেরণা নেওয়া যায় তাহলে তা খুবই গুরুত্বপূর্ণ জিনিস।' এপ্রসঙ্গে তিনি কুমার শানু ও কিশোর কুমারের কথাও উল্লেখ করেন।

[ সোনমের ছবি 'জোয়া ফ্যাক্টর' এর ট্রেলার দেখে উচ্ছ্বসিত সচিন! টুইটে কী জানালেন ক্রিকেট তারকা ][ সোনমের ছবি 'জোয়া ফ্যাক্টর' এর ট্রেলার দেখে উচ্ছ্বসিত সচিন! টুইটে কী জানালেন ক্রিকেট তারকা ]

হিমেশ রেশমিয়া বলেন, কুমার শানু সব সময় বলতেন যে তিনি কিশোর কুমারের দ্বারা অনুপ্রাণিত। সেভাবেই সকলেই কারোর না কারোর থেকে নিজের মতো করে অনুপ্রাণিত হন। আর হিমেশের দবি এভাবে বহু আন্তর্জাতিক মানের তারকার উত্থান হয়েছে।

English summary
Himesh Reshmiya defends Lata Mangeshkar for her comment on Ranu Mondal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X