For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার হিরো আলমের গলায় শুনুন ‘কাঁচা বাদাম’, ভাইরাল সেই ভিডিও

এবার হিরো আলমের গলায় শুনুন ‘কাঁচা বাদাম’, ভাইরাল সেই ভিডিও

  • |
Google Oneindia Bengali News

ভুবন বাদ্যকরের অর্থাৎ বাদামকাকুর 'কাঁচা বাদাম’ গানটি শোনেনি এমন মানুষের সংখ্যা খুব কম। সোশ্যাল মিডিয়ায় দৌলতে বাদামকাকু এখন সেলিব্রেটি। যার গান পাড়ি দিয়েছে সূদূর বিদেশ পর্যন্ত। আফ্রিকার এক সঙ্গীত পরিচালক ভুবন বাদ্যকরের গানকে রিমিস্ক করেছেন। তিনি বলেছেন, গানটি থেকে যা উপার্জন হবে। তা তিনি দরিদ্র ভুবন বাদ্যকরকে দেবেন। বাদামকাকুর গান অনেকেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। যার জেরে অনেক অর্থও উপার্জন করেছেন অনেকে।

এবার হিরো আলমের গলায় শুনুন ‘কাঁচা বাদাম’, ভাইরাল সেই ভিডিও


এবার বীরভূমের হতদরিদ্র ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের গান হিন্দিতে গাইলেন বাংলাদেশের স্টার হিরো আলম। যিনি সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার সবকিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বাংলাদেশের এই হিরো আলম।

এই নায়ক হিরো আলম বগুড়ার ভাইরাল যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার সম্পকে অনেক সময়েই নানান সমালোচনার ঝড় ওঠে। কিন্তু সেই সমালোচনাতে কান না দিয়ে নিজের মত করেই কাজ করে যান তিনি। সম্প্রতি হিরো আলম ,পরিচালক বাবুল রেজার 'বউ জামাইয়ের লড়াই’ সিনেমার শুটিং শেষ করেছেন। পরিচালক রাজু চৌধুরীর নতুন সিনেমা 'নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমার শুটিং চলছে। এরই মাঝে বাদাম কাকুর গান গেয়ে আবারও ভাইরাল হলেন হিরো আলম।

উল্লেখ্য, হিরো আলমের পুরো নাম আশরাফুল আলম সাঈদ। তিনি জন্মেছেন বাংলাদেশের বগুড়া জেলায়। তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। পাশপাশি তিনি গানও গেয়ে থাকেন।

বলাবাহুল্য, বাদাম কাকু পাড়ি দিলেন বিদেশে বাদাম কাকুর গানের জনপ্রিয়তা এবার চলে গেছে বিদেশ আফ্রিকাতেও। ডেভিড জনপ্রিয় কাঁচা বাদাম গান নিয়ে নতুন করে গানটি নতুন করে করেছেন নামকরা সঙ্গীত পরিচালক । যা সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন করেছেন। গানটি বেশ জনপ্রিয়। তা একেবারেই বলার অপেক্ষা রাখে না গানের ভিডিওটি, যা ভাইরালও হয়েছে। সঙ্গীত পরিচালক বাদাম কাকুকে আর্থিক সাহায্যও করতে চান। গানের ভিডিওটি রিলিজ করার পর তিনি জানিয়েছেন, গানটি থেকে যা উপার্জন হবে সেটা পুরোটাই তিনি ভুবন বাদ্যকরকে দিতে চান।

English summary
Hero Alam's full name is Ashraful Alam Saeed. He was born in Bogra district of Bangladesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X