For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিরীটী থেকে সোজা ফেলু মিত্তির! হত্যাপুরীর জন্য কি মগজাস্ত্রে শান দিচ্ছেন ইন্দ্রনীল?

কিরীটী থেকে সোজা ফেলু মিত্তির! হত্যাপুরীর জন্য কি মগজাস্ত্রে শান দিচ্ছেন ইন্দ্রনীল?

Google Oneindia Bengali News

ব্যোমকেশ, ফেলুদা, কাকাবাবু, মিতিনমাসি, কিরীটীর পর বাংলা গোয়েন্দা সংকলনে নতুন সংযোজন সোনাদা ও একেন বাবু। বাংলায় একের পর এক গোয়েন্দা চরিত্র মানুষকে আকর্ষণ করেছে চিরকাল। দুই মলাটের ভেতরে থাকা এই চরিত্রগুলি লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাধ্যমে বইএর পাতা থেকে সটান পৌঁছে গিয়েছে ড্রইংরুমে। তবে চরিত্র যাই হোক না কেন বরাবরই আপামর বাঙালির কাছে ক্রাশ হয়ে থেকেছেন উচ্চতায় ৬ফুট ২ ইঞ্চির মহা-মেধাবী টল হ্যান্ডসাম প্রদোষ চন্দ্র মিত্র, ওরফে ফেলু মিত্তির বা সকলের নয়নের মণি ফেলুদা। তবে বেশ কিছু দিন বড় পর্দা থেকে গায়েব থাকার পর এবার ফের ফিরছেন তিনি।

ফেলুদা ফের ফিরছেন

ফেলুদা ফের ফিরছেন

সত্যজিৎ রায়ের রচিত ফেলুদা, এবার সন্দীপ রায়ের হাত ধরে ফিরে আসতে চলেছে পর্দায়। ফেলুদা নিয়ে এর আগেও ছবি হয়েছে বেশকিছু। সেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়,সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীকে। এবার নতুন ফেলুদা কে হবে সেই নিয়েছিল জল্পনা। একাধিক অভিনেতার নাম উঠে এসেছিল এখানে। তবে নাকি সন্দীপ রায় তাঁর নতুন ফেলুদাকে খুঁজে পেয়ে গিয়েছেন এরকমই জোরদার জল্পনা চলছে টলিপাড়ার আনাচে কানাচে।

 কে হবেন ফেলুদা?

কে হবেন ফেলুদা?

আবীর চট্টোপাধ্যায় এর পাশাপাশি টোটা রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্যের নামও শোনা গিয়েছিল। কিন্তু অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হয়েছে অভিনেতার নাম। টলিপাড়ার বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, সন্দীপ রায়ের ছবিতে ফেলুদা হতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। অবশ্য এর আগে নতুন ফেলুদা কে হবেন তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা ও জলঘোলা। এমনকি নাকি শোনা গিয়েছিল এমন কাউকে ফেলুদা হিসেবে সামনে আনা হবে না যিনি বাঙালি কিন্তু প্রবাসী। তবে এইসব জল্পনায় জল ঢেলে এখন শোনা যাচ্ছে ফেলু মিত্তিরের মুকুট পরতে চলেছেন কিরীটীই!

 হত্যাপুরী'র রহস্য সমাধান

হত্যাপুরী'র রহস্য সমাধান

সত্যজিৎ রায়ের লেখা হত্যাপুরী গল্প নিয়েই ছবি হতে চলেছে।এসভিএফের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। মে মাসে শুরু হবে ছবির শুটিং। জানা গিয়েছে সন্দেশ পত্রিকায় হত্যাপুরী গল্পটি প্রথম বেরিয়েছিল।

ছবির প্রেক্ষাপট সম্পর্কে জানা গিয়েছে, লালমোহন বাবু ও তোপসে কে নিয়েই পুরী ঘুরতে গিয়েছেন ফেলুদা। সেখানেই সমুদ্রের পাড়ে মৃতদেহ উদ্ধার হয়। এখান থেকেই শুরু গল্প। ছবি মুক্তি পাবে বড়দিনে। তাই ফেলুদাকে ফের একবার পর্দায় দেখতে অপেক্ষা করতে হবে ভক্তদের।

 ফেলুদার প্রতীক্ষায়

ফেলুদার প্রতীক্ষায়

বই এর পাতার পর, বড় পর্দা এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও এসেছে ফেলুদা। দর্শকরা সমানভাবেই সেগুলো কে গ্রহণ করেছে। এর থেকেই বোঝা যায় ফেলুদা বা ব্যোমকেশ বাঙালির কাছে নস্টালজিয়া। ইন্দ্রনীল সেনগুপ্ত কে ফেলুদা চরিত্রে বেছেছেন সন্দীপ রায়। এর আগে কিরিটি চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে। ফেলুদা চরিত্রে অভিনয় করার জন্য বেশ কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন অভিনেতা। জানা গিয়েছে,চরিত্রের সঠিক প্রস্তুতি নিতেই ইন্দ্রনীল ঘুরে গিয়েছেন কলকাতা থেকেও বেশ কয়েকবার।

টলিউড ছেড়ে বলিউডে পাড়ি প্রিয়াঙ্কা ভট্টাচার্যের! তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁর টলিউড ছেড়ে বলিউডে পাড়ি প্রিয়াঙ্কা ভট্টাচার্যের! তবে কোন সিনেমায় দেখা মিলবে তাঁর

English summary
feluda is coming back on the big screen this time with indranil sengupta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X