হেমা মালিনী কি বাড়িতে ঝাড়ু দেন! উত্তরে ধর্মেন্দ্র দিলেন আজব জবাব
কয়েকদিন আগে হেমা মালিনীকে দেখা যায় সংসদভবনের সামনে ঝাড়ু হাতে ! সেখানে বিজেপির অনুরাগ ঠাকুরের মতো সাংসদদের সঙ্গে মিলে ঝাড়ু দিতে দেখা যায় হেমাকে। তবে ইন্টারনেটে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে ব্যাপক হইচই পড়ে যায়। সেই ভিডিও নিয়ে এবার মুখ খুললেন হেমার স্বামী ধর্মেন্দ্র।

ধর্মেন্দ্রকে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি প্রশ্ন করেন, বাড়িতে কি হেমা মালিনী কোনওদিনও এরকম ঝাড়ু ধরেছেন? উত্তরে ধর্মেন্দ্র বলেন, ফিল্ম ছাড়া কোনওদিনই হেমা মালিনী ঝাঁটা ধরেননি ! আর সেদিন খানিকটা হেমা মালিনীকে অপ্রস্তুত লাগছিল বলেও মন্তব্য করেন হেমার স্বামী প্রখ্যাত বলিউড স্টার ধর্মেন্দ্র।
Indeed Sir!!! Loved your impromptu yet most honest reply!!! Appreciate and respect you 😊👍🏼
— Sidd (@sidd_sharma01) July 14, 2019
এর পাশপাশি ধর্মেন্দ্র বলেন, তিনি নিজে নিজের মায়ের সঙ্গে বাড়ির কাজে সাহায্য করতেন। তবে সেইসব ঘটনা ছোটবেলায় ঘটত। পাশাপাশি ধর্মেন্দ্রর দাবি ছিল, পরিস্কার পরিচ্ছন্নতা খুব ভালো যে কোনও মানুষের জন্য।