For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রসেনজিতের 'উড়নচণ্ডী'কে নিয়ে এই অবাক করা ঘটনা কি জানেন

মেঠো পথ ধরে চলতে থাকার গল্প বলে 'উড়নচণ্ডী'। স্বাধীন, বাঁধন ছাড়া রাস্তা চিনে নেওয়ার গল্প 'উড়নচণ্ডী'। ৩ অগাস্টে মুক্তি পেতে চলেছে ছবিটি । এ সপ্তাহে ছবিটিকে ঘিরে ক্রমেই আগ্রহ বাড়ছে দর্শকের।

  • |
Google Oneindia Bengali News

মেঠো পথ ধরে চলতে থাকার গল্প বলে 'উড়নচণ্ডী'। স্বাধীন, বাঁধন ছাড়া রাস্তা চিনে নেওয়ার গল্প 'উড়নচণ্ডী'। ৩ অগাস্টে মুক্তি পেতে চলেছে ছবিটি । এ সপ্তাহে ছবিটিকে ঘিরে ক্রমেই আগ্রহ বাড়ছে দর্শকের। তার আগে ছবির সম্পর্কে এক অবাক করা কিছু তথ্য।

প্রথম রোড মুভি

প্রথম রোড মুভি

অভিষেক সাহা পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত 'উড়নচণ্ডী' ছবির গান 'মিঠি মিঠি' এখন ভাইরাল। বাংলা চলচ্চিত্রে প্রথম রোড-মুভি এই উড়নচণ্ডী। অভিষেক সাহার এই ফিল্ম সত্যজিতের 'অভিযান' কে মনে করিয়ে দেয় কী না , তার অপেক্ষায় দর্শক।

[আরও পড়ুন:রেখার পারফরম্যান্সে বুঁদ আইফার মঞ্চ, দেখুন সেরা মুহূর্তের কিছু ঝলক][আরও পড়ুন:রেখার পারফরম্যান্সে বুঁদ আইফার মঞ্চ, দেখুন সেরা মুহূর্তের কিছু ঝলক]

১৩ দিনে ছবির আউটডোর শ্যুটিং শেষ!

১৩ দিনে ছবির আউটডোর শ্যুটিং শেষ!

'উড়নচণ্ডী ' ছবিটি শ্যুটিং এর জন্য মোট ১৩ দিন সময় লেগেছে। যেখানে এখন বেসিরভাগ সময়েই আউটডোর শ্যুটিং এর জন্য প্রচণ্ডসময় লাগে, সেখানে এমন একটি ছবির শ্যুটিং ১৩ দিনে শেষ হওয়ার ঘটনা সত্যিই চমকপ্রদ!

[আরও পড়ুন:অক্ষয় থেকে কঙ্গনা, বলিউডে বিখ্যাত এই তারকাদের হাতের রান্না][আরও পড়ুন:অক্ষয় থেকে কঙ্গনা, বলিউডে বিখ্যাত এই তারকাদের হাতের রান্না]

কোন গল্প বলছে উড়নণ্ডী?

কোন গল্প বলছে উড়নণ্ডী?

সুদীপ্তা চক্রবর্তী , চিত্রা সেনের মত গুণী অভিনেত্রী সম্বলিত এই ছবিতে অভিনয় করেছেন রাজনন্দিনী ও অমর্ত্য রায়। ছবির গল্প ঘুরপাক খেয়েছে কয়েকজন মহিলার জীবনধারার সঙ্গে। ৪ জন মানুষের জীবন অন্বেষণের ঘটনা বলেছে 'উড়নচণ্ডী'।

প্রসেনজিতের প্রোডাকশনে নতুন ধারার ছবি

প্রসেনজিতের প্রোডাকশনে নতুন ধারার ছবি

বাংলা চলচ্চিত্রে প্রসেনজিতের প্রযোজনার হাত ধরে একগুচ্ছ নতুন ধারার ছবি উঠে আসছে। 'উড়নচণ্ডী'ও তার মধ্যে অন্যতম। সুদীপ্তা চক্রবর্তীর স্বামী অভিষেক সাহা এই ফিল্মের পরিচালক। এক প্রথম সারির বাংলা সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন,ছবির গল্প শুনে ভালো লাগায় প্রসেনজিৎই তাঁকে এই ছবির জন্য উদ্বুদ্ধ করেন। অভিষেক বলেন, .. প্রসেনজিৎকে খুশি করাটাই তাঁর কাছে প্রাথমিকভাবে বড় বিষয় ছিল।

English summary
BENGALI upcoming film Uronchandi Film's shott was wrapped up in 13 days only
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X