For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগ, কবের মধ্যে কীভাবে আবেদন?

কলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবের মধ্যে কীভাবে আবেদন?

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগ করা হবে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তার একটা আভাস পাওয়া গিয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কলকাতা পুলিশে সহস্রাধিক কর্মী নিয়োগ, কবের মধ্যে কীভাবে আবেদন?

মোট শূন্যপদ : ১৮০০

কোন কোন শূন্যপদ

১) কনস্টেবল (পুরুষ)

২) কনস্টেবল (মহিলা)

শিক্ষাগত যোগ্যতা

১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমগোত্রীয় কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা সমগোত্রীয় কোনও পরীক্ষায় পাস হতে হবে।

২) বাংলা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে।

বয়সের সীমা

১) জেনারেল - ১৮ থেকে ২৭ বছর।

২) এসসি/এসটি - বয়সে পাঁচ বছরের ছাড়।

৩) ওবিসি - বয়সে ৩ বছরের ছাড়।

আবেদনের ফি

১) জেনারেল ও ওবিসি - ১৭০ টাকা।

২) এসসি/এসটি - ২০ টাকা।

শারীরিক মাপঝোক

১) পুরুষ (বাঙালি) - উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতি ৭৮ সেমি (ফুলিয়ে আরও ৫ সেমি বেশি)।

২) পুরুষ (গোর্খা) - উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি, বুকের ছাতি ৭৬ সেমি (ফুলিয়ে আরও ৫ সেমি বেশি)।

৩) মহিলা (বাঙালি) - উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি।

৪) মহিলা (গোর্খা) - উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি।

বেতন

১) নতুন বেসিক - ২২৭০০ টাকা

২) এইচআরএ - ২৭২৪ টাকা

৩) মেডিক্যাল - ৫০০ টাকা

৪) ডিএ - ৬৮১ টাকা

৫) সর্বমোট - ২৬৬০৫ টাকা

প্রার্থী নির্বাচন পদ্ধতি

১) ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট।

২) প্রথম পরীক্ষায় পাস হলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট

৩) পুরুষদের ক্ষেত্রে সাড়ে ৬ মিনিটে ১৬০০ মিটার অতিক্রম করতে হবে। মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার অতিক্রম করতে হবে।

৪) ১০০ নম্বরের লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ।

৫) সব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে।

৬) সবশেষে প্রমাণ খতিয়ে দেখা হবে।

আবেদনের পদ্ধতি

১) www.wbpolice.gov.in ওয়েবসাইটে ঢূুকে অনলাইনে আবেদন করতে হবে।

২) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।

English summary
1800 constable will be recruited in Kolkata Police very soon, check out the notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X