For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মুক্ত ২০২২-এ চাঙ্গা auto industry! এক নজরে যে গাড়িগুলি নজর কেড়েছে এই বছর

করোনা মুক্ত ২০২২-এ চাঙ্গা auto industry! এক নজরে যে গাড়িগুলি নজর কেড়েছে এই বছর

  • |
Google Oneindia Bengali News

Top 10 car launches in 2022: সামনেই নতুন একটা বছর। আরও একটা নতুন চ্যালেঞ্জ। তবে এই বছর অর্থাৎ ২০২২ সাল গাড়ি শিল্পে (auto industry)-র জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। করোনা পরিস্থিতি'র পর নতুন করে চাঙ্গা হয়েছে বাজার। নতুন করে কার্যত জোয়ার এসেছে গাড়ি শিল্পে। চলতি বছরে একাধিক পেট্রোল এবং ডিজেলের গাড়ি বাজারে এসেছে। তবে পেট্রোল-ডিজেলের গাড়িকে রীতিমত এই বছর চ্যালেঞ্জ জানাচ্ছে EV variants- এর গাড়িগুলি। একটা বড় বাজার ২০২২ সালে ইতিমধ্যে ধরেছে ব্যাটারিচালিত গাড়িগুলি। তবে এই বছর যে ১০ টি গাড়ি নজর কেড়েছে সেই তালিকা তুলে ধরা হল-

Maruti Baleno CNG/Toyota Glanza

Maruti Baleno CNG/Toyota Glanza

গাড়ির বাজারে মারুতি সবসময়েই ক্রেতাদের প্রথম পছন্দ থাকে। তবে এবার জ্বালানির দাম যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে CNG গাড়িও ক্রেতাদের অন্যতম পছন্দের। আর সেই কারণে ২০২২ সালে Maruti Baleno CNG কিংবা Toyota Glanza বেশ নজর কেড়েছে গাড়িপ্রেমীদের। দেশের গাড়িবাজারে প্রথম hatchbacks গাড়িতে CNG ব্যবস্থা রয়েছে। আর তা গাড়িপ্রস্তুতকারী সংস্থা ই ফিট করে দিচ্ছে। দুটি গাড়িতেই 1.2L K12 bi-fuel CNG ইঞ্জিন রয়েছে। যা সহজেই স্পিড তুলতে সক্ষম। Maruti Baleno CNG-এর দাম এক্স-শোরুম দাম পড়বে 8.28 লাখ এবং Toyota Glanza-এর দাম পড়বে 8.43 লাখ।

Maruti Alto K10 CNG/ Celerio CNG/ S-Presso launched

Maruti Alto K10 CNG/ Celerio CNG/ S-Presso launched

মধ্যবিত্ত গাড়িপ্রেমীদের কাছে সবসময়ই পছন্দ Alto। সংস্থার সবথেকে বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি। তবে সংস্থার নতুন ভ্যারিয়েন্ট Alto K10। একই সঙ্গে Celerio এবং আপডেটেড S-Presso ক্রেতাদের নজর কেড়েছে ২০২২ সালে। তিনটি হ্যাচব্যাক (hatchbacks) পেট্রোল ভার্সনে মিলবে। একই সঙ্গে CNG অপশনও গাড়িগুলিতে থাকছে। এই হ্যাচব্যাকগুলি গাড়িগুলি শক্তিশালী 1.0L K10C ইঞ্জিন রয়েছে। যা CNG মোডে 57 bhp পিক পাওয়ার আউটপুট এবং 82 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। আর দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই।

Tata launches Tigor

Tata launches Tigor

ছোট গাড়ির বাজারে আবার তুফান তুলেছে Tata। মাত্র ১০ লাখ টাকার মধ্যে সবথেকে নিরাপদ গাড়ি হিসাবে জায়গা করে নিয়েছে Tata Tiago এবং Tigor। দুটি গাড়িতেই পেট্রোল এবং Bi-Fuel CNG ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। পাশাপাশি সংস্থা Tiago ব্যাটারি অর্থাৎ EV ভ্যারিয়েন্টেও পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েচ্যহে টাটা Tiago-এর EV ভ্যারিয়েন্ট। দুটি রঙয়ে পাওয়া যাচ্ছে এই electric sedan। যথেষ্ট শক্তিশালী একটি ব্যাটারি গাড়িতে ব্যবহার করা হয়েছে। যা খুব সহজেই স্পিড তুলতে সাহায্য করে। শুধু তাই নয়, একবার ব্যাটারি চার্জে দীর্ঘ ক্ষণ ছুটতে পারে এই গাড়ি।

Maruti Grand Vitara

Maruti Grand Vitara

Maruti -র Grand Vitara লুক এবং স্টাইল ইতিমধ্যে নজর কেড়েছে গাড়িপ্রেমীদের। ভারতের বাজারে দুটি ইঞ্জিনে এই গাড়ি পাওয়া যাচ্ছে। রয়েছে 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন সঙ্গে রয়েছে strong hybrid। Maruti Grand Vitara-এর দাম শুরু হচ্ছে 10.45 লাখ তবে একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই গাড়ি। ফলে সেই অনুযায়ী দাম রয়েছে। সেই মতো ১৯ লাখ (average ex-showroom). টাকা পর্যন্ত রয়েছে এই গাড়ির দাম।

Grand Vitara-এর ১৫ টা ভ্যারিয়েন্ট আছে। Electric এবং Petrol এ দুই ভ্যারিয়েন্টে রয়েছে এই মডেলের গাড়ির দাম শুরু হচ্ছে 10.45 লাখ টাকা পর্যন্ত। Hybrid অর্থাৎ এই মডেলের আরেক টি মডেলের দাম (Electric + Petrol) রয়েছে 17.99 লাখ টাকা। Grand Vitara-এর Automatic variant-এর দাম পড়বে 13.40 লাখ টাকা। সমস্ত ভ্যারিয়েন্টের গাড়িগুলি যথেষ্ট জনপ্রিয় গাড়ি প্রেমীদের কাছে।

English summary
Top 10 cars which launched in 2022, sale improved after covid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X