ইয়েস ব্যাঙ্কের ধাক্কা ডিজিটাল পেমেন্টে, দেশ জুড়ে শুরু সমস্যা
ইয়েস ব্যাঙ্কের ওপর সাময়িক নিষেধাজ্ঞার জেরে সারা দেশ জুড়েই ডিজিটাল লেনদেনে নতুন সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার গ্রাহকরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যার পড়েন। যার মধ্যে রয়েছে ফোন-পে-র মতো অ্যাপও।

ফোন পে-র প্রতিষ্ঠাতা এবং সিইও সমীর নিগম জানিয়েছেন, এদিনের অ্যাপ ব্যবহারে দীর্ঘ সময় লাগায় তিনি দুঃখিত। কেননা তাদের সহযোগী ইয়েস ব্যাঙ্কের কাজে স্থগিতাদের দিয়েছে আরবিআই। তাদের পুরো টিম বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। ফোন-পে-র ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি।
শুধু ইয়েক ব্যাঙ্কের গ্রাহকরাই নন, অন্য অ্যাপ ব্যবহারকারীরাও সমস্যায় পড়েছেন। কেননা ডিজিটাল লেনদেনের অন্যতম মাধ্যম ছিল ইয়েস ব্যাঙ্ক। জানুয়ারিতে সবমিলিয়ে ১.৩১ বিলিয়ন লেনদেনের মধ্যে ৫১৪ মিলিয়ন ছিল ইয়েস ব্যাঙ্কের মাধ্যমে।
ইয়েস ব্যাহ্ক একদিকে যেমন ফোন-পে ভারত পে-র হয়ে কাজ করত তেমনই বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থা, ক্লিয়ারটিপ, এয়ারটেল, সুইগি, রেডবাস, পিভিআর, উডানের হয়েও কাজ করত।

সূত্রের খবর অনুযায়ী, দেশে ডিজিটাল লেনদেনের নজরদারি সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের গ্রিড থেকে বাদ দিয়েছে ইয়েস ব্যাঙ্ককে। যার অর্থ হল ৮ লক্ষ ক্রেডিট কার্ড এবং ২৮ লক্ষ ডেবিট কার্ড গ্রাহক তাদের কার্ড ব্যবহার করতে পারছেন না।