For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের অর্থনীতি বোঝাতে স্পেনের সংবাদপত্রে সাপুড়ের ছবি, বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

ভারতের অর্থনীতি বোঝাতে সাপুড়ের ছবি স্পেনের সংবাদপত্রে, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক

Google Oneindia Bengali News

স্পেনের একটি সংবাদপত্র লা ভ্যানগার্ডিয়া ভারতীয় অর্থনীতি নিয়ে একটি চিত্র তাদের প্রথম পাতায় প্রকাশ করেছে। যেখান এক সাপুড়েকে বাঁশি হাতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং একটি সাপ ওপরের দিকে উঠে যাচ্ছে। সেই সাপটিকে ভারতের অর্থনীতি বোঝানো হয়েছে। স্পেনের দৈনিকের প্রথম পাতার এই চিত্রটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই দাবি করছেন, ভারতের অর্থনীতিকে ব্যঙ্গ করে এই চিত্র প্রকাশ করা হয়েছে। যদিও নেটিজেনদের একাংশ এর মধ্যে ব্যঙ্গার্থক কিছু দেখতে পাচ্ছেন না। বরং ভারতের প্রশংসা করা হয়েছে।

ভারতের অর্থনীতি বোঝাতে স্পেনের সংবাদপত্রে সাপুড়ের ছবি, বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

Zerodha এর প্রতিষ্ঠাতা এবং সিইও নিথিন কামাথ টুইটারে শেয়ার করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, ব্যঙ্গার্থক এই ছবিটি আদতে অপমান করা হচ্ছে। ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তিনি ক্যাপশানে লেখেন, বিশ্ব ভারতকে নজরে রাখছে। তিনি সাপুড়ে ও সাপের প্রসঙ্গ তুলে বলেন, এটা ভারতের একটা সংস্কৃতি। কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করছে একটা সাপুড়ে। এটা ভারতের জন্য অপমানের। সোশ্যাল মিডিয়ায় সংবাদপত্রের এই প্রথম পাতার ছবি ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ দাবি করেছেন, যদি ভারতের অর্থনীতির সঙ্গে এই মোহগ্রস্থ সাপের তুলনা করা হয়, সেক্ষেত্রে সাপুড়ে বোঝাচ্ছে ভারতীয় মন্ত্রীদের।

এই বিষয়ে মন্তব্য করেছেন প্রীতিশ নন্দী। তিনি বলেন, এই ছবিটিকে যদি অন্যভাবে দেখা যায়, তাহলে বোঝা যায় অপমানের কিছু নেই। নিথিনকে তিনি বলেন, আপনি বোধহয় বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছেন। তিনি বলেন, সাপুড়ে বিশ্বের জাদুর প্রতীক। স্পেনের সংবাদমাধ্যমটি বোঝাতে চাইছে, ভারতের অর্থনীতি বিশ্বের ওপর জাদু করছে। ভারতকে জাদুকরী হিসেবে দেখাতে চেয়েছে এই সংবাদপত্রটি এটি তুলে ধরেছেন। এখানে বিতর্কের কিছু নেই। বরং ভারতের অর্থনীতির প্রশংসা করা হয়েছে।

প্রীতিশ নন্দীর সঙ্গে সহমত পোষন করেছেন ভারতের নেটিজেনদের একাংশ। তাঁরা জানিয়েছেন, স্পেনের সংবাদপত্রটি মোটেই কোনও কৌতুকের পরিকল্পনা নিয়ে এটি প্রকাশ করেনি। বা ব্যঙ্গার্থকভাবে এটি প্রকাশ করেনি। সাপুড়ে এখানে ভারত বা ভারতীয়দের চিহ্নিত করছে না। পাল্টা প্রশ্ন এই ছবির ক্ষেত্রে সাপুড়ের বদলে কী দেওয়া যেতো?

১১ অক্টোবর আন্তর্জাতিক মুদ্রা তহবিল ২০২২ সালের রিপোর্টে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৬.১ শতাংশ দেখিয়েছে। যা বিশ্বের প্রধান অর্থনীতির মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা ভারতের অর্থনীতির প্রশংসা করেছেন। তিনি বলেন, ভারত অন্ধকার থেকে ক্রমেই আলোর দিকে আসছে।

English summary
Controversy begins on social media as Spanish newspaper use snake charmer photo for india’s economy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X