For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি রিটার্নে নতুন ব্যবস্থা! কার্যকর ২০২০-র জানুয়ারি থেকে

জিএসটির রিটার্ন জমা দেওয়ার জন্য নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। যা কার্যকর করা হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে।

  • |
Google Oneindia Bengali News

জিএসটির রিটার্ন জমা দেওয়ার জন্য নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। যা কার্যকর করা হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। এমনটাই জানিয়েছেন রাজস্ব সচিব এবি পাণ্ডে। জিএসটি কাউন্সিলের ৩৫ তম বৈঠক সম্পর্কে তিনি বক্তব্য রাখছিলেন। তিনি আরও বলেন, জিএসটি নেটওয়ার্কে আধার যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটির বাৎসরিক রিটার্ন জমা দেওয়ার সময় দুমাস বাড়িয়ে ৩০ অগাস্ট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জিএসটি রিটার্নে নতুন ব্যবস্থা! কার্যকর ২০২০-র জানুয়ারি থেকে

জিএসটি কাউন্সিলের প্রধান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিনিধিরা রয়েছেন। জিএসটি কাউন্সিলের তরফে ইলেকট্রনিক ইনভয়েক সিস্টেম এবং মাল্টিপ্লেক্সে ইটিকিটের অনুমোদন দেওয়া হয়েছে।

রাজস্ব সচিব জানিয়েছেন, ইভিস-এর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং ইলেকট্রিক চার্জারের জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব ফিটমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটির কার্যকালের মেয়াদ আরও দুবছর বাড়িয়ে ২০২১-এর ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। ২০১৭-র ১ জুলাই ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটির গঠন করার কথা জানিয়েছিল। যা কাজ শুরু করে ২০১৭-র ৩০ নভেম্বর থেকে। চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন বিএন শর্মা।

English summary
One-form new GST return filing system will be applicable from January 1, 2020.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X