For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোস্ট অফিসে ১ এপ্রিল থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন! SCSS, MIS, TD-এর গ্রাহকদের জন্য বিজ্ঞপ্তি

পোস্ট অফিসে ১ এপ্রিল থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন! SCSS, MIS, TD-এর গ্রাহকদের জন্য বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর (2022-23 financial year)শুরু হচ্ছে। সেই দিন থেকে পোস্ট অফিসের (Post Office) বেশ কিছু নিয়মে পরিবর্তন আনার কথা জানানো হয়েছে। পরিবর্তন করা হচ্ছে সেভিংস স্কিম (savings scheme) সম্পর্কিত নিয়মগুলি। স্বল্প সঞ্চয়ে (small savings) সুদ মিলবে কীভাবে তার কথাও জানানো হয়েছে।

পোস্ট অফিসের নতুন বিজ্ঞপ্তি

পোস্ট অফিসের নতুন বিজ্ঞপ্তি

ইন্ডিয়া পোস্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ২০২২-এর ১ এপ্রিল থেকে মাসিক আয় প্রকল্প (MIS), সিনিয়র সিটিজেন প্রকল্প (SCSS), পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট (TD)-র টাকা আর নগদে দেওয়া হবে না। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকলে কিংবা যাঁর অন্য কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে সুদের টাকা দেওয়া হবে। যদি কোনও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম স্কিমের লিঙ্ক কোনও অ্যাকাউন্টনের সঙ্গে সংযুক্ত করা না থাকে, তাহলে তা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হবে।

 সেভিংস অ্যাকাউন্ট না থাকলে মুশকিলে পড়তে হতে পারে

সেভিংস অ্যাকাউন্ট না থাকলে মুশকিলে পড়তে হতে পারে

পোস্ট অফিসের সব গ্রাহক, যাঁরা সুদের টাকা, মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক গ্রহণ করেন, তাঁরা যেসব প্রকল্পে টাকা রেখেছেন, সেইসব প্রকল্পের সঙ্গে যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের লিঙ্ক না করে থাকেন, তাহলে ১ এপ্রিল থেকে মুশকিলে পড়তে পারেন। সেক্ষেত্রে যদি কেউ এই কাজ না করে থাকেন, তাহলে ৩১ মার্চের মধ্যে তিনি সেই কাজ করে নিলেই ভাল।

ভিন্ন অ্যাকাউন্টে জমা হবে

ভিন্ন অ্যাকাউন্টে জমা হবে

৩১ মার্চের মধ্যে বিভিন্ন প্রকল্পের সঙ্গে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের লিঙ্ক না থাকলে তা ১ এপ্রিল থেকে বিবিধ অ্যাকাউন্টে জমা হবে। সেক্ষেত্রে পোস্ট অফিস থেকে টাকা পেতে গেলে সেভিংস অ্যাকাউন্ট কিংবা চেকের মাধ্যমেই সেই গ্রাহক টাকা পাবেন। পরিষ্কার করে বলতে গেলে টাকা পেতে গেলে জটিলতা তৈরির হওয়ার সম্ভাবনা।
পোস্ট অফিসে মাসিক আয় প্রকল্পের টাকা প্রতিমাসে দেওয়া হয়। ৫ বছরের সিনিয়র সিটিজেন স্কিমের টাকা দেওয়া হয় ত্রৈমাসিক ভিত্তিতে। অন্যদিকে টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের টাকা বার্ষিক ভিত্তিতে দেওয়া হয়।

বাড়তি কোনও সুদ নেই

বাড়তি কোনও সুদ নেই

পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মান্থলি ইনকাম স্কিম কিংবা টার্ম ডিপোজেটের টাকা সেই অ্যাকাউন্টে পড়ে থাকলে বাড়তি কোনও সুদ পাওয়া যায় না। সেক্ষেত্রে গ্রাহকেরই ক্ষতি। সেই কারণে আগেই নজর রেখে এব্যাপারে সচেতন হওয়া ছাড়া আর কোনও পথ নেই। নিশ্চিত আয় পাওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসের জুড়ি মেলা ভার।

English summary
India Post issues circular to change cash payment rules in SCSS, MIS, TD from 1 April 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X