For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোটিপতি হতে চান? প্রত্যেকমাসে পিএফ অ্যাকাউন্টে টাকা দিয়ে কীভাবে ১.৫ কোটির মালিক হবেন?

কিন্তু পিএফের ক্ষেত্রে অবশ্য লাভবান হয় সংশ্লিষ্ট ওই কর্মী। তবে জানেন কি যে টাকা প্রত্যেক মাসে আপনার বেতন থেকে যে টাকা কাটা হচ্ছে তাতে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে। ভাবছেন তো বেতন থেকে কাটা ওই টাকাতে কীভাবে কোটিপতি হওয়া সম্ভ

  • |
Google Oneindia Bengali News

প্রত্যেক মাসে বেতন পাচ্ছেন কিন্তু অনেকটাই কম! বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ টাকা কেটে নেওয়ার পর যেটা হাতে আসে সেটা দেখলে সত্যিই মন খারাপ হয়ে যায়। পিএফ থেকে শুরু করে একাধিক কারণে টাকা কাঁটা হয়।

কিন্তু পিএফের ক্ষেত্রে অবশ্য লাভবান হয় সংশ্লিষ্ট ওই কর্মী। তবে জানেন কি যে টাকা প্রত্যেক মাসে আপনার বেতন থেকে যে টাকা কাটা হচ্ছে তাতে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে। ভাবছেন তো বেতন থেকে কাটা ওই টাকাতে কীভাবে কোটিপতি হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব।

কীভাবে তা হওয়া যাবে তা বিস্তারিত ভাবে এই প্রতিবেদনে বলা হল।

8.5 শতাংশ হারে পিএফে সুদ দেওয়া হয়

8.5 শতাংশ হারে পিএফে সুদ দেওয়া হয়

Employees' Provident Fund (EPF)-এর মাধ্যমে এই সুযোগ পাওয়া সম্ভব। পিএফে মোটা অঙ্কের সুদ পাওয়া যায়। গত আর্থিক বছরে 8.5 শতাংশ হারে পিএফে সুদ দেওয়া হয়। এখনও পর্যন্ত এই রেটে পিফের উপর সুদ পাওয়া যায়। এই মুহূর্তের বিভিন্ন সরকারি যোজনা, ফিক্সড ডিপোজিট কিংবা ব্যাঙ্কের দেওয়া সুদের হারের থেকে সবথেকে বেশি সুদ পাওয়া যায় পিএফেই। এই সুদের হারে কোনও ব্যক্তি যদি ২৫ হাজার টাকা বেসিক বেতন পান তাহলে ৩৫ বছরে প্রায় 1.65 লক্ষ কোটি টাকা জমা হতে পারে। সবথেকে বড় ব্যাপার EPF-তে পাওয়া সুদ সম্পূর্ণ রূপে ট্যাক্স ফ্রি হয়ে থাকে।

কোটি টাকার রোজগারে শর্ত!

কোটি টাকার রোজগারে শর্ত!

পিএফে শুধু কর্মীর বেতন থেকে টাকা কাঁটা হচ্ছে তা নয়, সংস্থাও সমান ভাবে টাকা দিতে হয়। অর্থাৎ কোনও ব্যক্তির বেতন থেকে যদি ২টাকা কাঁটা হয় তাহলে সংস্থাকেও ২টাকা দিতে হবে। আর সেটাই এপিএফ অ্যাকাউন্টে গিয়ে জমবে।

তবে আপনাকে যদি পিএফ অ্যাকাউন্ট থেকে কোটি টাকা রোজগার করতে হয় তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে যতদিন চাকরি করবে এই টাকাতে হাত দেবেন না। অর্থাৎ অবসরের আগে পর্যন্ত পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না।।

তবে চাকরি শুরুর পাঁচ বছরের মধ্যে যদি EPF থেকে টাকা তোলা হয় তাহলে সেক্ষেত্রে ট্যাক্স দিতে হতে পারে। তবে চাকরির পরিবর্তনের পর আপনার অ্যাকাউন্ট ট্র্যান্সফার করা যাবে।

সর্বোচ্চ সুদ পাওয়া যায় পিএফে

সর্বোচ্চ সুদ পাওয়া যায় পিএফে

Finology -এর বিনিয়োগ পরামর্শদাতা প্রাঞ্জল কামরা জানিয়েছেন, EPF-এর সর্বোচ্চ সুদ পাওয়া যায়। 8.5 শতাংশ হারে সুদ লম্বা সময়ে অর্থাৎ অবসরের সময় মোটা অঙ্কের ফান্ড পাওয়া যায়। তবে সম্পতি বাড়াতে গেলে এবং ইপিএফ থেকে মোটা টাকা রজগার করতে হলে পিএফের শুরুতে কোনও টাকা তোলা যাবে না।

মিলতে পারে লোনের সুবিধাও

মিলতে পারে লোনের সুবিধাও

অন্যদিকে জানা যাচ্ছে, প্রভিডেন্ট ফান্ড জমা টাকার উপর Employees লোন পাওয়ারও সুবিধা পাওয়া যায়। হঠাত কোনও দরকারে কিংবা বিপদের মধ্যে পড়লে পিএফ অ্যাকাউন্ট থেকে লোন পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কোনও বিশেষ প্রয়োজনে পিএফ অ্যাকাউন্টের মাধ্যমে লোনের আবেদন করা যায়। পিএফের জমা অঙ্ক থেকে লোন দেওয়া হয়ে থাকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
How can you be crorepati by saving money in PF account
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X