For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Unemployment in India: ভারতে ফের বেকারি বৃদ্ধি! ডিসেম্বরে বেকারত্বের হার গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

Unemployment in India: ভারতে ফের বেকারি বৃদ্ধি! ডিসেম্বরে বেকারের হার গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

  • |
Google Oneindia Bengali News

দেশে বেকারের হার গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গেল। যেখানে ২০২২-এর নভেম্বরের বেকারির হার ছিল ৮ শতাংশ, সেখানে ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৩০ শতাংশে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তরফে এদিন এই তথ্য দেওয়া হয়েছে।

শহুরে বেকারির হার বেড়েছে

শহুরে বেকারির হার বেড়েছে

ডিসেম্বরে দেশে শহুরে বেকারির হার বেড়েছে। নভেম্বরে যেখানে শহুরে বেকারির হার ছিল ৮.৯৬ শতাংশ, সেখানে ডিসেম্বরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০.০৯ শতাংশ। যদিও এই সময়ে গ্রামের বেকারির হার কিছুটা হলেও কমেছে। নভেম্বরে যেখানে গ্রামের বেকারির হার ছিল ৭.৫৫ শতাংশ, সেখানে ডিসেম্বরের তা কমে দাঁড়িয়েছে ৭.৪৪ শতাংশে।সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তরফে বলা হয়েছে, এই তথ্য যতটা খারাপ দেখাচ্ছে কার্যক্ষেত্রে ততটা খারাপ নয়। কেননা ডিসেম্বরে শ্রমিকদের অংশগ্রহণ অনেকটাই বেড়েছে। ডিসেম্বরে যা ছিল ৪০.৪৮ শতাংশ, যা গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ।

সব থেকে বেশি বেকারি হরিয়ানায়

সব থেকে বেশি বেকারি হরিয়ানায়

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দেওয়া তথ্য অনুযায়ী, ডিসেম্বরের সব থেকে বেশি বেকারি বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। সেখানে বেকারি পৌঁছে গিয়েছে ৩৭.৪ শতাংশে। তারপরেই রয়েছে রাজস্থান, সেখানে বেকারি ২৮.৫ শতাংশ। এরপরেই রয়েছে দিল্লি, সেখানে বেকারির হার ২০.৮ শতাংশ।

ডিসেম্বরে চাকরি বেড়েছে

ডিসেম্বরে চাকরি বেড়েছে

অন্যদিকে এটাও উল্লেখ করা প্রয়োজন, ডিসেম্বরে চাকরি বেড়ে ৩৭.১ শতাংশের মতো হয়েছে। যা গত জানুয়ারি ২০২২-এর থেকে সর্বাধিক।

প্রধানমন্ত্রীর সামনে চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রীর সামনে চ্যালেঞ্জ

২০২৪-এ লোকসভা নির্বাচন। তার আগে দেশে মুদ্রাস্ফীতিও রয়েছে ওপরের দিকে। সেই পরিস্থিতিতে লক্ষ-লক্ষ যুবক-যুবতীর চাকরির বাজারে সুযোগ করে দেওয়াটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চ্যালেঞ্জের।
এরইমধ্যে কংগ্রেস গত সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে পাঁচমাস ব্যাপী ভারত জোড়ো যাত্রা শুরু করেছে। যা যাবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। ইতিমধ্যেই ভারত জোড়ো যাত্রা দিল্লিতে পৌঁছেছে। ৩ জানুয়ারি তা দিল্লি থেকে রওনা দিয়ে প্রবেশ করবে উত্তর প্রদেশে। কংগ্রেসের তরফে ভারত জোড়ো যাত্রায় দেশের মূল্যবৃদ্ধি ও বেকারির কথাই তুলে ধরছে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা নিয়ে দিল্লিতে পৌঁছনোর পরে বলেছেন, ভারতের উচিত জিডিপি বৃদ্ধি থেকে ফোকাস সরিয়ে চাকরির বৃদ্ধির দিকে নজর দেওয়া। তিনি বলেছেন, এর মাধ্যমে যেমন দেশের যুবকরা কাজ পাবেন, অন্যদিকে তা রপ্তানিযোগ্য দ্রব্যের বৃদ্ধি করবে।

জুলাই-সেপ্টেম্বরে কমেছিল বেকারি

জুলাই-সেপ্টেম্বরে কমেছিল বেকারি

তবে দেশে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে যেখানে বেকারির হার ছিল ৭.৬ শতাংশ সেখানে জুলাই থেকে সেপ্টেম্বরে বেকারির হার ছিল ৭.২ শতাংশ। অর্থাৎ বেকারি কমেছিল।

Elections in 2023: ২০২৪-এর লোকসভার আগে সেমিফাইনাল! ২০২৩-এ কোন কোন রাজ্যে ভোট, একনজরেElections in 2023: ২০২৪-এর লোকসভার আগে সেমিফাইনাল! ২০২৩-এ কোন কোন রাজ্যে ভোট, একনজরে

English summary
CMIE says, unemployment rate in India in December is the highest in last 16 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X