For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোলে মুনমুন নাকি বাবুল, কার পাল্লা বেশি ভারী ! জ্যোতিষ গণনা কী বলছে

লোকসভা ভোটের প্রতিটি দফার ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে ক্রমেই চড়ছে কৌতূহলের পারদ। ট্রেনে ,বাসে, চায়ের ঠেকে একটাই প্রশ্ন 'কে আসছে সরকারে?'.. গোটা কৌতূহলের উত্তর অবশ্য মিলবে ২৩ মে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের প্রতিটি দফার ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে ক্রমেই চড়ছে কৌতূহলের পারদ। ট্রেনে ,বাসে, চায়ের ঠেকে একটাই প্রশ্ন 'কে আসছে সরকারে?'.. গোটা কৌতূহলের উত্তর অবশ্য মিলবে ২৩ মে। তবে তার আগে ,জ্যোতিষ শাস্ত্রের গণনা কিছুটা আভাস দিচ্ছে ' রাজনৈতিক সম্ভাবনা' কে ঘিরে। দেখে নেওয়া যাক আসানসোলের ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রের গণনা কী বলছে? কার দিকে পাল্লা ভারী রয়েছে .. তৃণমূলের মুনমুন সেন নাকি বিজেপির বাবুল সুপ্রিয়?..

তারকার লড়াইয়ে 'গ্রহ' কী বলছে?

তারকার লড়াইয়ে 'গ্রহ' কী বলছে?

বাবুল সুপ্রিয়ো বনাম মুনমুন সেনের লড়াই নিঃসন্দেহে বাংলার অন্যতম হাইভোল্টেজ ভোট যুদ্ধ। যেখানে হাজি দুই তারকা। এই তারকাদের নিয়ে জ্যোতিষ শাস্ত্রের গ্রহ নক্ষত্র কোন অবস্থানে রয়েছে তা আগে জেনে নিতে হবে।

দুই তারকার জন্ম তারিখ

দুই তারকার জন্ম তারিখ

তারকা প্রার্থীদের জন্ম তারিখ অনুযায়ী চলছে গণনা। বাবুল সুপ্রিয়োর জন্ম ১৯৭০ সালের ১৫ ডিসেম্বর আর মুনমুন সেনের জন্ম ১৯৫৪ সালের ২৮ মার্চ। এই দুই তারিখের প্রেক্ষিতে নির্ধারিত হয়েছে জ্যোতিষ গণনা।

বাবুল সম্পর্কে কী মত জ্যোতিষবিদদের?

বাবুল সম্পর্কে কী মত জ্যোতিষবিদদের?

বর্তমানে বাবুলের ভাগ্যে বৃহস্পতি ফিরে এসেছে। যার ফলে জীবনে সাফল্যের দিকে ক্রমেই এগিয়ে যেতে দেখা যাবে বাবুল সুপ্রিয়োকে। অন্যান্য গ্রহদের সমর্থনও বাবুলের দিকে রয়েছে বলে আসন্ন ভোটে তাঁর সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বেশি বলে মত জ্যোতিষবিদদের।

মুনমুন সেনের ভাগ্য গণনা কী বলছে?

মুনমুন সেনের ভাগ্য গণনা কী বলছে?

যাবতীয় ভাগ্য গণনার হিসাবে মতো সময় খানিকটা খারাপ যাচ্ছে মুনমুন সেনের। তবে তাঁর চেষ্টা সাফল্যের রঙ নিয়ে আসতে পারে বলেই মত বিভিন্ন মুনমুন সেনের।

তুলনামূলক বিচার

তুলনামূলক বিচার

জ্যোতিষ গণনার তুলনামূলক বিচার বলছে, ভোটেরদের টানতে মুনমুন সেন নিজে অত্যন্ত পরিশ্রম করলেও তাঁর কোষ্ঠীতে গ্রহের প্রতিকূল অবস্থান , তা সঠিকভাবে করতে দিচ্ছেন না। সেদিক থেকে বাবুল সুপ্রিয়ো জনসংযোগের দিকে এগিয়ে রয়েছেন। আর এতেই বাবুলের ভাগ্য ফিরবে বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্রবিদরা।

English summary
Who Will Win In Asansol In Lok Sabha Elections 2019, Babul Supriyo Or Moon Moon Sen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X