২০১৯ লোকসভা ভোটে বিজেপির হয়ে কি বাজিমাত করবেন 'চাণক্য' অমিত শাহ! তাঁর ভাগ্য গণনা কী বলছে
তিনি দলের সভাপতির পদে যোগ দেওয়ার পর বিজেপির অন্যতম সাফল্য ছিল উত্তরপ্রদেশ দখল। কেন্দ্রের ক্ষমতার পাশাপাশি গোবলয়ে দাপট বজায় রাখতে অমিত শাহ-ম্যাজিক কার্যকরী হয়েছিল বলে মনে করেন বহু রাজনৈতিক বিশ্লেষক। এবার প্রশ্ন ২০১৯ সালের ভোট বৈতরণীও কি পার করতে পারবেন অমিত শাহ? জ্যোতিষশাস্ত্র বলছে এই প্রশ্নের উত্তর বিজেপি সভাপতির ভাগ্য গণনা দিয়েই খানিকটা ধারণা করা যেতে পারে।

অমিত শাহর জন্ম বৃত্তান্ত সম্পর্কে কিছু তথ্য
অমিত শাহের জন্ম বৃত্তান্ত বলছে, তিনি ১৯৬৪ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম সময় ভোর ৫:২৫ মিনিটে। জ্যোতিষিদের তথ্য বলছে মুম্বইয়ে জন্মেছিলেন বিজেপির সভাপতি। আর সেই অনুযায়ী তাঁর জন্মছক বলছে তাঁর ওপর রাহুর প্রভাব চলছে।

কী বলছে জ্যোতিষ গণনা?
অমিত শাহের জন্মছকে রাহুর প্রভাব থাকলেও যত দিন এগোবে ততই এতে প্রভাব বিস্তার করতে চলেছে বৃহস্পতি। ফলে আগামী দিন অমিত শাহের পক্ষে শুভ বলে মনে করছেন বহু জ্যোতিষশাস্ত্রবিদই।

কী ঘটতে পারে আগামী দিনে?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অমিত শাহের জন্মছকের গণনা বলছে, গান্ধীনগরে এই বছর বাজিমাত করতে চলেছেন অমিত শাহ। তবে দলীয় সংগঠনের নেতা হিসাবে তিনি পরিশ্রম আরও বাড়িয়ে তুললে তাঁর সাফল্য কেউ রুখতে পারবে না।