For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ির পর্দার রঙেই খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা! একনজরে বাস্তু টিপস

বাড়ির পর্দার রঙেই খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা! একনজরে বাস্তু টিপস

  • |
Google Oneindia Bengali News

নতুন বাড়িতে প্রবেশের আগেই কোন ঘরে কোন ধরনের পর্দা লাগানো হবে তা নিয়ে বশ আলোচনা চলে সদস্যদের। এদিকে, কোনও পুজো বা পার্বনের আগেও বাড়ি সাজানোর সময় পর্দার রকমফের নিয়ে ভাবেন গৃহকর্ত্রী! এদিকে, বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, সঠিক পর্দার রঙ যদি বেছে নেওয়া যায়, তাহলে সৌভাগ্য তুঙ্গে থাকবে। ফলে সৌভগ্যের ক্ষেত্রে পর্দার সঠিক রঙ বাছাই পর্বেই মিলতে পারে কাঙ্খিত সুখ। একনজরে দেখে নেওয়া যাক, কোন ঘরে কোন রের পর্দা লাগালে তা সুখকর ফল দেবে।

 বেডরুমের পর্দা

বেডরুমের পর্দা

সারাদিনের কাজের পর মানুষ ক্লান্তি দূর করতেই বেড রুমের আশ্রয় নেন। নিজের জন্য রাখা দিনের শেষে কিছুটা ব্যক্তিগত সময় এই বেড রুমে কাটাতেই মানুষ ভালোবাসেন। ফলে বেড রুমের পর্দার রঙ অনেকেই পছন্দ করেন হালকা রঙের। দম্পতিদের ক্ষেত্রে বেড রুমের পর্দার রঙ হালকা গোলাপী রঙের হলে তা দাম্পত্যের পক্ষে শুভ বলে মনে করেন বহু জ্যোতিষশাস্ত্রবিদ। এছাড়া সাধরণভাবে পিচ, সাদা রঙগুলি বেড রুমের পর্দার রঙ হলে তা ভালো ফল দেয়। বেড রুমে গাঢ় লাল রঙের পর্দা একেবারেই এড়িয়ে চলা উচিত বলে মনে করেন অনেকে।

লিভিং রুমের পর্দার রঙ

লিভিং রুমের পর্দার রঙ

একটি বাড়িতে লিভিং রুমই বলে দেয় যে সেই বাড়ির ভিতরের পরিস্থিতি কেমন তাই বাস্তুমতে লিভিং রুমকে খুবই পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। যাতে লিভিং রুমে ইতিবাচক ভাবধারা ছড়িয়ে পড়ে, তার জন্য লিভিং রুমকে আলাদা করে গুরুত্ব দিতে হয়। ফলে এই ঘরের পর্দার রঙটি সঠিকভাবে বাছাই করতে হয়। বাস্তুশাস্ত্র বলছে, এই লিভিং রুমে পর্দার রঙ সবুজ, গোলাপী বা নীল রঙের হলে তা খুবই ভালো ফল দিতে পারে। হলুদ , বেজ, গাঢ় নীল, ধূসর, সাদা রঙের পর্দা এই ঘরে খুব একটা ভালো ফল দেয়না বলে জানা যায়।

 বাথরুমের পর্দার রঙ

বাথরুমের পর্দার রঙ

অনেকেই বাথরুমে পর্দা লাগাতে ভালোবাসেন। ফলে বাথরুমে যদি পর্দা লাগাতে হয় তাহলে তার জন্যও রয়েছে কিছু বাস্তুশাস্ত্র টিপস। বাথরমে অনেকেই জলের জন্য প্লাস্টিকের পর্দা লাগিয়ে রাখেন। ফলে ধূসর , হালকা গোলাপী, সাদা ও কালো রঙের পর্দা বাথরুমের দেওয়ালের পর্দার রঙের সঙ্গে মিলিয়ে রাখা হলে, তা খুবই ভালো ফল দিতে পারে পর্দার রঙের ভিত্তিতে।

কোনদিকে কোন রঙের পর্দা দেওয়া প্রয়োজন?

কোনদিকে কোন রঙের পর্দা দেওয়া প্রয়োজন?

মনে করা হয়, রঙের প্রভাব মানুষের মনের ওপর সুদূরপ্রসারী। ফলে বাড়ির দেওয়লের রঙ যেমন গুরুত্বপূর্ণ তেমনই বাড়ির পর্দার রঙও বেশ তাৎপর্যপূর্ণ। ফলে পর্দার রঙের সঠিক বাছাই যেমন প্রয়োজন তেমনই তাকে কোনদিকে রাহা হবে তাও বাস্তুমতে বেশ প্রয়োজন। সেই প্রেক্ষাপটে মনে করা হয়, উত্তর পশ্চিমে রাখা পর্দার রঙ সাদা রঙের হতে পারে। সাদা রঙের ক্ষেত্রে ঘরে আলো যেমন ঢোকে তেমনই ঘরে পজিটিভ এনার্জিরও প্রবেশ হয়। ফলে এটি পর্দা টাঙানোর সময় খেয়াল রাখতে হবে।

সঠিক পর্দার জন্য সঠিক দিশা

সঠিক পর্দার জন্য সঠিক দিশা

এদিকে, জানা যাচ্ছে, উত্তরদিকে মুখ করা যে ঘর রয়েছে তাতে সবুজ রঙেরর পর্দা লাগালে তা খুবই কার্যকরী ফল দিয়ে থাকে। মনে করা হয় উত্তরদিকের ঘরে বুধের রঙ সবুজ রঙের পর্দা লাগালে তা রীতিমতো ফলদায়ী হতে পারে। এতে ঘরে কেউ পড়ুয়া থাকলে ,তাঁর কেরিয়ার উজ্জ্বল হতে পারে। সবুজ রঙ জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়। যে ঘরগুলির মুখ দক্ষিণ ও পূর্ব দিকে, সেখানে গোলাপী রঙের পর্দা খুবই কার্যকরী । এদিকে, উত্তর পূর্ব প্রান্তের ঘরে হলুদ রঙে পর্দা লাগালে তা খুবই ভালো ফল দিতে পারে। এতে সৌভাগ্য বৃদ্ধি হতে পারে বলে মনে করা হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
To get lucky choose curtain colours as per Vastu Shastra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X