For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ: কৃষি পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ১ লক্ষ কোটি টাকা

আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজ: কৃষি পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ১ লক্ষ কোটি টাকা

Google Oneindia Bengali News

আত্মনির্ভর ভারত অভিযান আর্থিক প্যাকেজ ঘোষণার তৃতীয় দিনে কৃিষ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আর্থিক বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছে দেশে কৃষি পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। যাতে ডিমান্ড এবং সাপ্লাই চেন অক্ষত থাকে সেকারণেই এই পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি।

কৃষি পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি

কৃষি পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি

আর্থিক প্যাকেজ ঘোষণার তৃতীয় দফায় ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় থাকছে শস্য ভান্ডার, হীমঘর, এবং শস্য সংরক্ষণকে এর আওতায় রাখা হয়েছে। সবজি পরিবহণে ৫০ শতাংশ ভর্তুকির কথা ঘোষণা করা হয়েছে। একে ডিমান্ড এবং সাপ্লাই চেন অক্ষত থাকবে তাতে কৃষকদের আয় বাড়বে বলে জানানো হয়েছে।

ক্ষুদ্র চাষিরা উপকৃত হবেন

ক্ষুদ্র চাষিরা উপকৃত হবেন

এই ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণায় উপকৃত হবে দেশের অসংখ্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। কারণ শস্য উৎপাদন করার পর সেগুলি সংরক্ষণের সুযোগ থাকে না তাঁদের কাছে। সেক্ষেত্রে কম দামে ফড়ে এবং দালালদের কাছে ফসল বিক্রি করে দিতে বাধ্য হন তাঁরা। হিমঘর এবং শস্য ভান্ডারের পরিকাঠামো উন্নয়ন ঘটানো হল তাঁরা শস্য সংরক্ষণ করতে পারবেন সাধ্য মতো।

শস্য বিক্রিতে আইন বদলের ভাবনা

শস্য বিক্রিতে আইন বদলের ভাবনা

কৃষকরা যাতে সর্বত্র ফসল বিক্রি করতে পারেন তার জন্য অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধন আনার কথাও বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাতে তাঁরা দেশের যেকোনও প্রান্তে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। তাতে তাঁদের আয় অনেকটাই বাড়বে বলে মনে করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আন্তঃ রাজ্য পরিবহণে বাধা থাকবে না

আন্তঃ রাজ্য পরিবহণে বাধা থাকবে না

৫০ শতাংশ শস্য পরিবহণ এবং মজুতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতে খাদ্য শস্য পরিবহণের খরচ অনেকটাই কমবে কৃষকদের। বিশেষ করে পচনশীল শস্য পরিবণে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

ঘূর্ণিঝড় আম্ফানের অভিমুখ বদল! উপকূলের ১২ জেলাকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশঘূর্ণিঝড় আম্ফানের অভিমুখ বদল! উপকূলের ১২ জেলাকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ

English summary
Atma Nirbhar Bharat Economiy Package: 1 lakh crore for agriculture infrustructure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X