For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর ছুটিতেই ঘুরে আসুন উত্তর ভারতের এই জায়গাগুলিতে

পুজোর ছুটিতেই ঘুরে আসুন উত্তর ভারতের এই জায়গাগুলিতে

  • |
Google Oneindia Bengali News

দেশে এমন অনেক জায়গা রয়েছে যা দেখার মত। যারা ঘুরতে যেতে খুব পছন্দ করেন তাঁরা পারলে একবার এই জায়গাগুলিতে ঘরে আসুন। তাছাড়া তাঁর সৌন্দর্য ভাষায় বোঝানো খুব কঠিন। তাছাড়াও এমন অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে যা দেখার টানেও কিন্তু মানুষ সেখানে যান। উত্তর ভারতের কিছু জায়গা আছে যা ঘোরার জন্য একদম পারফেক্ট। জেনে নিন সেই জায়গাগুলি কী কী।

লাদাখ

লাদাখ

লাদাখ এই জায়গাটি অনেকের স্বপ্নের জায়গা বলতে পারেন। এমন অনেকেই রয়েছেন ছোট থেকেই প্রায় স্বপ্ন দেখেন ঘুরতে যাবেন এখানে। কারণ এখানকার সৌন্দর্য ভাষায় বলে বোঝানো কঠিন। এখানকার রাস্তা এতটাই পরিষ্কার আর এতটাই সুন্দর যা দেখার মতন। তবে এখানে গেলে আপনাকে কয়েকদিন থাকতে হবে। তবেই আপনি এখানকার সব জায়গা ঘুরে দেখতে পারবেন। বাইকে করে ট্রিপ করবেন। তাহলেই আপনি প্রাকৃতিক সৌন্দর্য সব থেকে ভালো দেখতে পারবেন। এখানে নুব্রা উপত্যকা বেশ নামকরা। যেখানে গোলাপি ও হলুদ বুনো গোলাপ দেখা যায়। লেহ থেকে খারদুং লা পাসের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। পারলে এখানে একবার ঘুরে আসুন।

নিউ দিল্লি

নিউ দিল্লি

এই জায়গার সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। দিল্লি কথাটা বললেই আমাদের প্রথমে মনে আসে রাজধানীর কথা। সাংস্কৃতিক ও রাজনৈতিক অতীতকে কেন্দ্র করেই এই জায়গা। এখানে অনেক জায়গা রয়েছে তার দেখার মতন। এখানে এলে অবশ্যই লাল দুর্গ, জামা মসজিদ, চাঁদনী চক, কুতুব মিনার, গার্ডেন, গান্ধী স্মৃতি, ইন্ডিয়া গেট অবশ্যই দেখে আসবেন।

জিম করবেট জাতীয় উদ্যান

জিম করবেট জাতীয় উদ্যান

এই জায়গাটির নাম হয়তো অনেকেই জানেন না। তবে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যা ভাষায় বোঝানো কঠিন। এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস হল বিরল উদ্ভিদ যা আপনি আগে কখনোও দেখেননি। তাছাড়াও এখানে নানান ধরনের বন্যপ্রাণী রয়েছে, যা দেখার টানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন।

 আগ্রা

আগ্রা

এখানে গেলে তাজমহল তো দেখবেনই। এটি উত্তর ভারতের অন্যতম দর্শনীয় স্থান গুলির মধ্যে একটি। তাছাড়া, আগ্রা ফোর্ট, সিকান্দা, ফতেপুর সিক্রি, মিউজিয়াম অবশ্যই দেখবেন। কয়েকটা থেকে এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আসুন। দেখবেন ভালো লাগবে।

 শ্রীনগর

শ্রীনগর

শ্রীনগর যে দর্শনীয় স্থানের মধ্যে একটি তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে মানুষ সেখানে গেলে মুগ্ধ হয়ে থাকেন। এখানে নানা রকম রঙিন ফুল, ফলের বাগান রয়েছে। তাছাড়া এখানে গেলে পাহাড়ের চূড়ায় বরফের সাদা তুষার বৃত্ত দেখতে আপনার খুব ভালো লাগবে। তাছাড়াও টিউলিপ, গার্ডেন, মসজিদ, ডাল লেক, নাগিন লেক খুব সুন্দর। একে আর ডাল ভাসমান শহরও বলা হয়।

সিমলা

সিমলা

সিমলা হিমাচল প্রদেশের রাজধানী। এখানে গেলে সবুজে ঘেরা বনভূমি আপনাকে মুগ্ধ করবে। তাছাড়াও এখানে অনেক পাহাড় রয়েছে। যার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। এখানে গেলে অবশ্যই কুলু ভ্যালি, মানালি, বৌদ্ধমঠ অবশ্যই ঘুরতে যাবেন।

 বারানসী

বারানসী

যারা দেবতা ভক্ত তারা একবারও বারাণসী ঘুরে আসুন। এখানে শিবের মন্দির রয়েছে। গঙ্গা নদীর তীরে পবিত্র ঘাট আছে। আছে প্রাচীন মন্দির যা দেখার মতন। এখানে গেলে আপনার আর আসতে ইচ্ছা করবে না। সন্ধ্যেবেলা যে সন্ধ্যে আরতি হয় যা দেখার জন্য বিদেশ থেকেও অনেক মানুষ এখানে আসেন।

 ভ্যালি অফ ফ্লাওয়াস

ভ্যালি অফ ফ্লাওয়াস

এটি জায়গাটি উত্তরভারতের একটি জায়গা। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে অনেক ফুলের বাগান আছে। যা খুব সুন্দর। এখানে বিদেশী প্রজাতিরও নানান উদ্ভিদও আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৫৮ মিটার উচ্চতায় এই জায়গা অবস্থিত। তাছাড়া এখানে গেলে অনেক ধরনের প্রাণীর সন্ধান পাবেন।

দেশপ্রেমকে আরও দৃঢ় করতে স্বাধীনতার দিবসের সময় দেখুন বলিউডের এই সিনেমাগুলি দেশপ্রেমকে আরও দৃঢ় করতে স্বাধীনতার দিবসের সময় দেখুন বলিউডের এই সিনেমাগুলি

English summary
visit these places in north india you will be surprised by the natural beauty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X