For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) এই মহীশূর আপনার কাছে অজানা : জেনে নিন কয়েকটি অজানা তথ্য

  • |
Google Oneindia Bengali News

ওডেয়ার রাজাদের শাসনকালে রাজধানী ছিল মহীশূর বা আজকের মাইসোর। ফলে ইতিহাস ও ঐতিহ্য এখানে মিলেমিশে একাকার হয়ে রয়েছে। [দক্ষিণ ভারতের এই জায়গাগুলি জনপ্রিয় হয়েছে বলিউডের দৌলতে]

কর্ণাটকে অবস্থিত এই শহর বেঙ্গালুরুর পরে সেরাজ্যের সবচেয়ে পরিচিত শহর। এই শহরের আভিজাত্য, সাবেকিয়ানা ও সহজাতভাব মনে ছাপ ফেলে যায়। ফলে দীর্ঘদিন ধরেই মাইসোর অন্যতম পরিচিত পর্যটনস্থল হিসাবে পরিচয় লাভ করেছে।

ওডেয়ার রাজবংশের প্রতিনিধিরা বহুবছর এই এলাকা শাসন করেছেন। এলাকার উন্নতিতে তাদের অবদান অনস্বীকার্য। তবে সৌন্দর্য ও বৈচিত্রে ভরা এই দক্ষিণ ভারতের শহর সম্পর্কে এখনও বহু তথ্য অজানা রয়ে গিয়েছে। নিচের স্লাইডে সেগুলি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হল।

অন্যতম পুরনো পরিকল্পিত শহর

অন্যতম পুরনো পরিকল্পিত শহর

ভারত তো বটেই, এশিয়ার অন্যতম পুরনো পরিকল্পিত শহর মহীশূর। বর্তমানে বেঙ্গালুরুর পরে কর্ণাটকের সবচেয়ে বড় শহর এটি।

মাইসোরের নামের ইতিহাস

মাইসোরের নামের ইতিহাস

মাইসোর বা মহীশূর নামটি এসেছে মহিষাসুর থেকে। পুরানে রয়েছে, অতীতে মহিষাসুরদের সাম্রাজ্য ছিল এখানে। চামুণ্ডেশ্বরীদেবী অসুরদের নিধন করে এখানকার অধিবাসীদের রক্ষা করেন। এখানকার চামুণ্ডী পাহাড়ের উপরে চামুণ্ডেশ্বরীদেবীর মন্দিরও রয়েছে।

কর্ণাটক ছিল পুরনো মহীশূর

কর্ণাটক ছিল পুরনো মহীশূর

১৯৭৩ সাল পর্যন্ত কর্ণাটক নয় এই রাজ্য পরিচিত ছিল মহীশূর হিসাবেই। পরে তার নাম পাল্টে যায়।

ওডেয়ার সাম্রাজ্য

ওডেয়ার সাম্রাজ্য

ওডেয়ার বংশের রাজারা পাঁচশো বছর ধরে মহীশূর শাসন করছেন। এতবছর ধরে বহু কম রাজবংশই শাসন ক্ষমতায় থেকেছে।

বহু তারকার মাতৃভূমি

বহু তারকার মাতৃভূমি

কন্নর অভিনেতা বিষ্ণুবর্ধন, অম্বরীশ, কার্টুনিস্ট আরকে লক্ষ্মণ, ইনফোসিস কর্তা এনআর নারায়ণমূর্তি, ক্রিকেটার জাভাগল শ্রীনাথ, এদের সবাই মাতৃভূমি মহীশূর।

ভোটের কালি নির্মাতা

ভোটের কালি নির্মাতা

সারা ভারতে একমাত্র মহীশূরেই ভোটে ব্যবহৃত কালি তৈরি হয়।

পরিষ্কার শহর

পরিষ্কার শহর

চণ্ডীগড়ের পরে ভারতের দ্বিতীয় পরিষ্কার শহর হল মাইসোর।

প্রথম ওয়াই-ফাই শহর

প্রথম ওয়াই-ফাই শহর

২০১০ সালে মাইসোর ভারতের প্রথম ওয়াই-ফাই পরিষেবা যুক্ত শহর হিসাবে স্বীকৃতি পায়।

বিশ্বখ্যাত দশেরা উৎসব

বিশ্বখ্যাত দশেরা উৎসব

চারশো বছরের বেশি সময় ধরে মাইসোরে দশেরা উৎসব চলে আসছে। ১৬১০ সালে এটি ওডেয়ার রাজারা চালু করেন। এখানকার দশেরা উৎসব দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকেরা এসে ভিড় জমান।

নতুন প্রাসাদ

নতুন প্রাসাদ

আসল মাইসোর প্যালেস ১৮৯৭ সালে আগুন লেগে পুড়ে গিয়েছিল। তারপরে ওই একই জায়গায় নতুন এই প্রাসাদটি তৈরি করা হয়।

আরও এমন খবর পড়ুন এখানে :

শীতে দক্ষিণ ভারতের এই জায়গাগুলিতে ঘুরে আসুনশীতে দক্ষিণ ভারতের এই জায়গাগুলিতে ঘুরে আসুন

ভারতের এই দশটি অদ্ভুত মন্দির সম্পর্কে আপনি জানেন নাভারতের এই দশটি অদ্ভুত মন্দির সম্পর্কে আপনি জানেন না

ইতিহাসের জীবন্ত দলিল পশ্চিমবঙ্গের এই স্থাপত্যগুলিইতিহাসের জীবন্ত দলিল পশ্চিমবঙ্গের এই স্থাপত্যগুলি

ভারতের এই অচেনা জায়গাগুলিতে একবার যেতেই হবেভারতের এই অচেনা জায়গাগুলিতে একবার যেতেই হবে

ভারতের সেরা প্রাসাদগুলির রাজকীয় রূপ একঝলকেভারতের সেরা প্রাসাদগুলির রাজকীয় রূপ একঝলকে

English summary
Unknown Facts About Mysore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X