For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) দক্ষিণ ভারতের এই জায়গাগুলি জনপ্রিয় হয়েছে বলিউডের দৌলতে

  • |
Google Oneindia Bengali News

বলিউড সিনেমা সারা বিশ্বে জনপ্রিয়। ফলে এর বাজার বিশ্বব্যাপী। আর সেই কারণেই এখানে বাজেট খুব একটা বড় ফ্যাক্টর নয়। [পরিবারকে নিয়ে এই জায়গাগুলি হোক আপনার ডেস্টিনেশন]

সারা বিশ্বব্যাপী বলিউড সিনেমার শ্যুটিং হয় এবং এক একটি সিনেমায় এক একটি নতুন সুদৃশ্য জায়গা উঠে আসে দর্শকের নজরে। ফলে শুধু বিদেশ নয়, দেশের নানা অচেনা লোকেশনেও বলিউডের সিনেমার শ্যুটিং হয়েছে। আর সেই জায়গা সিনেমার মাধ্যমে জনপ্রিয় পর্যটনস্থল হয়ে উঠেছে। [ভারতের দশটি অদ্ভুত মন্দির]

দক্ষিণ ভারতেও এমন অনেক সুন্দর জায়গা রয়েছে যা ভারতের বাকী রাজ্যের বাসিন্দাদের কাছে অজানা ছিল। অথচ হিন্দি সিনেমার মাধ্যমে তা সারা ভারত তথা বিশ্বের দরবারে জনপ্রিয়তা লাভ করেছে। [দেশের সেরা লেকগুলি সম্পর্কে জেনে নিন]

বহু জনপ্রিয় হিন্দি সিনেমার শ্যুটিং দক্ষিণ ভারতে হয়েছে। শুধু গানের দৃশ্য শ্যুট করতে দক্ষিণ ভারতকে বেছে নিয়েছেন বলিউড পরিচালক এনন ঘটনাও ঘটেছে। [ঘুরে আসুন গোয়ার অচেনা কয়েকটি সমুদ্র সৈকতে]

নিচের স্লাইডে দেখে নিন, দক্ষিণ ভারতের কোন কোন জায়গা বলিউড সিনেমার দৌলতে জনপ্রিয় পর্যটনস্থল হয়ে উঠেছে। [প্রকৃতির কোলে এই জায়গাতেই খুঁজে পাবেন নিজেকে]

মুন্নার, চেন্নাই এক্সপ্রেস

মুন্নার, চেন্নাই এক্সপ্রেস

কমেডি সিনেমা হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত চেন্নাই এক্সপ্রেস। এই সিনেমার বেশিরভাগ শ্যুটিং হয়েছিল কেরল, তামিলনাড়ু ও গোয়ায়।

'কাশ্মীর সে কন্যাকুমারী' গানটির শ্যুটিং হয় মুন্নারে। সেই থেকে জায়গাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও কেরলের দেবীকুলম লেকএবং তামিলনাড়ুর পুল্লাচি ও ভাত্তামালাই মুরুগান মন্দিরে ছবির শ্যুটিং হয়েছে।

রায় গোপুর (মেলকোটে), রাওডি রাঠৌর

রায় গোপুর (মেলকোটে), রাওডি রাঠৌর

অক্ষয় কুমার ও সোনাক্ষি সিনহা অভিনীত রাওডি রাঠৌর সিনেমার 'ধাদাং ধাদাং' গানটির শ্যুটিং হয়েছে মেলকোটে, ব্যাঙ্গালোর প্য়ালেস ও কর্ণাটকের ললিতা মহলে।

আতিরাপল্লি জলপ্রপাত, গুরু

আতিরাপল্লি জলপ্রপাত, গুরু

গুরু সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের এন্ট্রি হয় 'বসরো রে' গানের মাধ্যমে। এই গানের দৃশ্যের ব্য়াকগ্রাউন্ডে ছিল আতিরাপল্লি জলপ্রপাতের মনমাতানো দৃশ্য।

উটি, ক্যায়ামত সে ক্যায়ামত তক

উটি, ক্যায়ামত সে ক্যায়ামত তক

এই সিনেমাটি বড় হিট আমির ও জুহি চাওলার প্রথম দিকের কেরিয়ারে। এই সিনেমায় দক্ষিণ ভারতের বহু জায়গা দেখানো হয়েছে। তার মধ্যে একটি হল উটিতে পাইন গাছের সারি। 'গজব কা হ্য়ায় দিন' গানটি এখানে শ্যুট হয়। এছাড়া 'আকেলে হ্য়ায় তো কেয়া গম হ্য়ায়' গানটির শ্যুটিং হয় কর্ণাটকের কোলারে।

রামনগর, শোলে

রামনগর, শোলে

ব্যাঙ্গালোর থেকে ৫০ কিলোমিটার দূরে রামনগরে 'শোলে' সিনেমার শ্যুটিং হয়। এই সিনেমায় গব্বর সিংয়ের ডেরা হিসাবে রামনগরের পাহাড়ি এলাকাই দেখানো হয়েছিল।

নন্দী হিলস, কুলি

নন্দী হিলস, কুলি

অমিতাভ বচ্চন অভিনীত জনপ্রিয় সিনেমা 'কুলি'-র গানের দৃশ্যের শ্যুটিং হয় ব্যাঙ্গালোর শহর থেকে অদূরে নন্দী হিলসে। এছাড়াও ব্যাঙ্গালোরের আরও নানা জায়গায় এর শ্যুটিং হয়েছে।

কাব্বন পার্ক, কুলি নম্বর ১

কাব্বন পার্ক, কুলি নম্বর ১

বেঙ্গালুরুতে কাব্বন পার্ক জায়গাটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। আশি ও নব্বইয়ের দশকে এটি অন্যতম জনপ্রিয় শ্যুটিং স্পট হিসাবে চিহ্নিত হত। 'কুলি নম্বর ১' সিনেমায় 'ম্য়ায় তো রাস্তে সে যা রাহা থা' গানটি মূলত কাব্বন পার্কেই শ্যুট করা হয়।

English summary
Locations in South India Made Popular By Bollywood Songs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X