For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) সুযোগ পেলেই ঘুরে আসুন স্বপ্নসুন্দর নৈনিতাল

  • |
Google Oneindia Bengali News

নৈনি লেক থেকে উত্তরাখণ্ডের এই শৈল শহরের নাম হয়েছে নৈনিতাল। এখানকার প্রাকৃতিক শোভা এককথায় অসাধারণ। উত্তরাখণ্ডের অন্যতম পরিচিত ও জনপ্রিয় পর্যটনস্থল এটি। [এখন যাওয়া হয়ে ওঠেনি? এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায়]

ব্রিটিশ আমলে এই শৈল শহরে প্রথম বসবাস শুরু হয়। বিদেশিরাই মূলত এখানে থাকতে শুরু করেন। এরপর ধীরে ধীরে সাধারণ মানুষের আবাসস্থল গড়ে ওঠে এখানে। আর এখন সারাবছরই নৈনিতালে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এই এলাকাকে 'দ্য ভ্যালি অব লেক' বলা হয়।

শুধু গরমকালেই নয়, শীতকালেও হাজার হাজার পর্যটক নৈনিতালে ভিড় জমান। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝে এখানে তুষারপাতও হয়। তাই সবমিলিয়ে এখানে সুযোগ পেলেই চলে আসতে পারেন পরিবার ও স্বজনকে নিয়ে। আর প্রকৃতির কোলে এমন পরিবেশে কয়েকদিন কাটালে একেবারে তরতাজা হয়ে ফিরতে পারবেন।

নৈনি লেক

নৈনি লেক

নৈনি লেকের নামানুসারে এই জায়গার নাম হয়েছে নৈনিতাল। এই লেকটি দেখতে নয়ন বা চোখের মতো। আর তাল মানে লেক। দুটি মিলিয়েই এই শৈল শহরের নাম।

শক্তিপীঠ

শক্তিপীঠ

হিন্দুদের কাছে নৈনি লেক একটি পবিত্র স্থান। পুরাণ মতে, দেবী সতীর চোখ পড়েছিল এই স্থানে। তাই এই জায়গা শক্তিপীঠের অন্যতম।

নয়না দেবী মন্দির

নয়না দেবী মন্দির

নৈনি লেকের পাশেই অবস্থিত নয়না দেবী মন্দির। এই মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন দেবী সতী।

মুক্তেশ্বর

মুক্তেশ্বর

নৈনিতালে অবস্থিত একটি হিল স্টেশন হল মুক্তেশ্বর। এখান থেকে কুমায়ুন হিমালয়ের অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখা যায়।

ভীমতাল

ভীমতাল

নৈনিতালের একটি ছোট্ট শহর ভীমতাল। এই নামে একটি লেকও রয়েছে এখানে যা পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়।

রাজভবন

রাজভবন

নৈনিতালের রাজভবনটি দর্শক ও পর্যটকদের জন্য উন্মুক্ত। দেশের খুব কম রাজভবনই এমন রয়েছে যেখানে জনসাধারণের প্রবেশাধিকার রয়েছে।

জিম করবেট ন্যাশনাল পার্ক

জিম করবেট ন্যাশনাল পার্ক

নৈনিতালে গেলে এখানকার অন্যতম জনপ্রিয় বাঘ সংরক্ষণ কেন্দ্র জিম করবেট ন্যাশনাল পার্কে যেতেই হবে। তবে মূল শহর থেকে এটি বেশ খানিকটা দূরে অবস্থিত।

নৈনিতাল চিড়িয়াখানা

নৈনিতাল চিড়িয়াখানা

দেশের অন্যতম উচ্চতম চিড়িয়াখানার একটি হল নৈনিতাল চিড়িয়াখানা। স্নো লেপার্ড, হিমালয়ান ভালুক ইত্যাদি এখানকার মূল আকর্ষণ।

সেন্ট জনস চার্চ

সেন্ট জনস চার্চ

নৈনিতালের অন্যতম পুরনো স্থাপত্য হল এই গির্জা। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এটি। এখন নৈনিতালের অন্যতম সেরা আকর্ষণ এটি।

এমন আরও খবর পড়ুন এখানে :

ছবিতে দেখে নিন লাদাখের স্বর্গীয় রূপছবিতে দেখে নিন লাদাখের স্বর্গীয় রূপ

বিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল রাস্তাগুলির একঝলকবিশ্বের সবচেয়ে বিপদসঙ্কুল রাস্তাগুলির একঝলক

ভারতের সেরা হিল স্টেশনগুলির একঝলকভারতের সেরা হিল স্টেশনগুলির একঝলক

ভারতের কোন জায়গা খুব দ্রুত অবলুপ্তির পথে এগোচ্ছেভারতের কোন জায়গা খুব দ্রুত অবলুপ্তির পথে এগোচ্ছে

ভারতের যে স্মৃতিসৌধগুলি জীবনে একবার দেখতেই হবেভারতের যে স্মৃতিসৌধগুলি জীবনে একবার দেখতেই হবে

English summary
Nainital: The Valley of Lakes in Uttarakhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X