For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Eclipse Events: নতুন বছরে চার গ্রহণের সাক্ষী হবে পৃথিবী, কতগুলি দেখা যাবে ভারত থেকে?

  • |
Google Oneindia Bengali News

সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণের মতো ঘটনা তো প্রতিদিন ঘটে না, এই সব মহাজগতিক ঘটনা বিরলই বলা চলে। এই ধরনের ঘটনাকে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। এই সব ঘটনার সঙ্গে ধর্মীয় যোগ থাকার কথাও মানা হয় ভারতে। নতুন বছর অর্থাৎ ২০২৩-এ মোট ৪ টি এমন মহাজাগতিক ঘটনা ঘটবে বলে জানা গিয়েছে। চারটি গ্রহণের মধ্যে একটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর তা ঘিরে চরম উন্মাদনা গবেষক থেকে সাধারণ মানুষের মধ্যে।

২০ এপ্রিল হবে প্রথম সূর্যগ্রহণ,

২০ এপ্রিল হবে প্রথম সূর্যগ্রহণ,

সূর্যগ্রহণ তখনই ঘটে যখন সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে চাঁদ। আর চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন চাঁদ ও সূর্যের মাঝে চলে আসে পৃথিবী। উজ্জ্বয়ীনের জিওয়াজি অবজারভেটরির সুপারিন্টেন্ডেন্ট ড. রাজেন্দ্র প্রকাশ জানিয়েছেন, ওই চার গ্রহণের মধ্যে দুটি গ্রহণ ভারত থেকে দেখা যাবে। ২০ এপ্রিল হবে প্রথম সূর্যগ্রহণ, যা ভারত থেকে দেখা যাবে না। ফলে ভারতের মানুষের জন্য তা অবশ্যই খারাপ খবর।

রাতে হবে চন্দ্রগ্রহণ।

রাতে হবে চন্দ্রগ্রহণ।

এরপর ৫ ও ৬ মে-র মাঝামাঝি রাতে হবে চন্দ্রগ্রহণ। আর সেটা ভারতীয়রা দেখতে পাবেন। চাঁদ যখন পৃথিবীর হালকা ছায়ার দিক দিয়ে এগোয়, তখন এই গ্রহণ হবে। এর ফলে চাঁদের আলোর জোর কমে যায়। এছাড়া ১৪ ও ১৫ অক্টোবরের মধ্যে হবে আরও একটি সূর্যগ্রহণ, সেটাও পৃথিবী থেকে দেখা যাবে। এর ঠিক দিন ১৫ পর ২৮ ও ২৯ অক্টোবরের মধ্যে ভারতে দেখা যাবে চন্দ্রগ্রহণ। সেই সময় ১২.৬ শতাংশ চাঁদের অংশ চলে যাবে পৃথিবীর ছায়ায়। ২০২২ সালে মোট ২ বার চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। ২৫ অক্টোবর ভারতের বিভিন্ন জায়গা থেকে দেখা গিয়েছে সেই গ্রহণ।

বাড়িতে বসেই দেখা সম্ভব।

বাড়িতে বসেই দেখা সম্ভব।

তবে চন্দ্রগ্রহণই হোক বা সূর্যগ্রহণ, কোনওটাই সরাসরি খালি চোখে দেখা উচিত নয়। এর ফলে চোখের ওপর প্রভাব পড়তে পারে। উপযুক্ত ফিল্টার ব্যবহার করে, সানগ্লাস পরে বা টেলিস্কোপ ব্যবহার করে গ্রহণ দেখা উচিত। এছাড়া নাসা ও বেশ কয়েকটি সংস্থা গ্রহণের লাইভ স্ট্রিমিং দেখায়। সেটা বাড়িতে বসেই দেখা সম্ভব।

চারবার সুপারমুন ও একবার ব্লু মুন।

চারবার সুপারমুন ও একবার ব্লু মুন।

এছাড়া মহাকাশবিদরা জানিয়েছেন, ২০২৩-এ ১৩ বার পূর্ণিমা দেখা যাবে, তার মধ্যে থাকবে চারবার সুপারমুন ও একবার ব্লু মুন। তবে সেগুলি সব জায়গা থেকে সমানভাবে দেখা যাবে না। চাঁদ পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে এলে সুপারমুন দেখা যায়। অর্থাৎ স্বাভাবিক মাপের থেকে একটু বেশি বড় আকারের হয় সেই চাঁদ। কোথা থেকে সেই চাঁত এবার দেখা যাবে, তা স্পষ্ট নয়।

English summary
2023 will see 4 eclipses, two solar and lunar eclipse to be seen from India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X