For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাসের চার রাজার একজনের গোঁফ নেই কেন, নেপথ্যে লুকিয়ে রয়েছে এক মজার কাহিনি

তাসের চার রাজার একজনের গোঁফ নেই কেন, নেপথ্যে লুকিয়ে রয়েছে এক মজার কাহিনি

Google Oneindia Bengali News

তাসের উদ্ভব কোথায় হয়েছিল, তা নিয়ে মতানৈক্য রয়েছে। কথিত আছে, সাম্রাজিক চিনে হয়েছিল তাসের উদ্ভব। নবম শতাব্দীর প্রথম দিকে তাং রাজবংশের আমলে তা উদ্ভব হয়ে থাকতে পারে। আবার পারস্য দেশে তাস খেলার প্রচলন হয়েছিল বলেও শোনা যায়। ষোড়শ শতাব্দীর প্রথমদিকে মুঘলরা ভারতে তাসের আবির্ভাব ঘটায় বলে জানা যায়। তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। কিন্তু জানেন কি, তাসের ৫২টি কার্ডের মধ্যে যে চারটি রাজা থাকে, তাদের একজনের গোঁফ নেই কেন?

তাসের এক রাজার গোঁফ নেই!

তাসের এক রাজার গোঁফ নেই!

তাসের চার রংয়ের চারটি রাজা রয়েছে। তার মধ্যে তিন রাজার গোঁফ রয়েছে, এক রাজার গোঁফ নেই। এই ফারাক হয়তো কেউ লক্ষ্যই করেননি। কিন্তু মিলিয়ে দেখুন এক রাজার মানে সাহেবের গোঁফ নেই। কিন্তু কেন একটি সাহেবের গোঁফ নেই, জানেন কি? এর নেপথ্যে লুকিয়ে রয়েছে বেশ মজাদার কাহিনি।

চার রাজা চার মহান রাজার প্রতীক

চার রাজা চার মহান রাজার প্রতীক

তাসের ৫২টি কার্ডের মধ্যে চার রকমের কার্ড থাকে। প্রত্যেক কার্ড ১৩টি করে। চার রঙের চারটি রাজা। কিং অফ স্পেডস, কিং অফ হার্টস, কিং অফ ডায়মন্ডস ও কিং অফ ক্লাবস। শোনা যায়, তাসের এই চার রাজা চার মহান রাজার প্রতীক। কিন্তু প্রশ্ন হল, এই চার রাজার একজনের গোঁফ নেই। ভালো করে লক্ষ্য করে দেখুন তো কোন রাজার গোঁফ নেই!

কোন রাজার প্রতীক কোন কার্ড

কোন রাজার প্রতীক কোন কার্ড

কিং অফ স্পেডস হল ইজরায়েলের রাজা ডেভিডের প্রতীক। অর্থাৎ স্পেডের সাহেবে যাঁর ছবি দেখতে পান আপনারা, তিনি হলেন রাজা ডেভিড। কিং অফ ইজরায়েল। তাঁর কিন্তু গোঁফ রয়েছে। আবার গোঁফ রয়েছে কিং অফ ক্লাবস ডায়মন্ডসেরও। ডায়মন্ডের সাহেবে যাঁর ছবি রয়েছে, তা রোম সম্রাট অগাস্টাস সিজারের। কিং অফ ক্লাবস হলেন ম্যাসিডোনিয়ার রাজা সিকন্দর দ্য গ্রেট অর্থাৎ রাজা আলেকডান্ডার। তাঁরও গোঁফ রয়েছে। কিন্তু গোঁফ নেই কিং অফ হার্টস ফ্যাঙ্ক রাজা শার্লেম্যানের।

কেন গোঁফ নেই রাজার? সে কাহিনি জানুন

কেন গোঁফ নেই রাজার? সে কাহিনি জানুন

কিন্তু কেন গোঁফ নেই? এবার সেই কাহিনিতে আসা যাক। চার কার্ঢে চার ধরনের প্রতীর ব্যবহার শুরু হয় শোড়শ শতকে। ফরাসি ব্যক্তি সেই প্রতীক ব্যবহার করেন বলে জানা যায়। ৫২টি কার্ডের নকশা যখন শুরু হয়েছিল, তখন ভুলবশত কিং অফ হার্টসের ছবিতে রাজার গোঁফ দিতে ভুলে গিয়েছিলেন শিল্পী। তখন থেকেই কিং অফ হার্টস চলছেন গোঁফ ছাড়াই। ভালোবাসার রাজা গোঁফ হারিয়ে ফেলেছিলেন শিল্পীর ভুলে।

তাসের কার্ডের পুনর্নকশাতেও বদলায়নি চিত্র

তাসের কার্ডের পুনর্নকশাতেও বদলায়নি চিত্র

কিন্তু একবরা নয় ভুল হয়ে গিয়েছিল। ছবিটি তো বদল করা যেতে পারত। কিন্তু তা বদল হয়নি কেন? তার পিছনেও লুকিয়ে রয়েছে কাহিনি। অষ্টাদশ শতকের শেষে তাসের কার্ডের পুনর্নকশা করা হয়। তখনই কিং অফ হার্টসের ঠোঁটের উপরে জোড়া লাগেনি গোঁফ। গোঁফহীন রয়ে গিয়েছিলেন রাজা। তারও যথাবিহিত কারণ রয়েছে।

নিজের রূপ দেখাতে গোঁফ কেটে ফেলেছিলেন রাজা

নিজের রূপ দেখাতে গোঁফ কেটে ফেলেছিলেন রাজা

সেই কারণ পর্যালোচনা করে জানা যায়। ফ্যাঙ্কদের রাজা শার্লেম্যান ছিলেন সুন্দর দেখতে। নিজের রূপ প্রদর্শনের জন্য তিনি তাঁর গোঁফ কেটে ফেলেছিলেন। এই তথ্য সামনে আসার পর কিং অফ হার্টসের ছবিতে গোঁফ আর জোড়া দেননি শিল্পী। এ প্রসঙ্গে উল্লেখ্য, ষোড়শ শতাব্দীতে যখন তাসের নকশা হয়েছিল, তখন শিল্পী হয়তো জেনেও থাকবেন, ভালবাসার রাজার গোঁফ ছিল না।

English summary
One king of card was no mustache because there was a tale of creation in history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X