For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্প্রীতির দুর্গা পুজো! নজর কাড়ছে হিলির গোবিন্দ পুর

ভারত বাংলাদেশের সম্প্রীতির দুর্গা পুজো এবারেও নজর কাড়ছে সীমান্ত এলাকার তথা কাঁটাতারের বেড়ার ওপারের মানুষের কাছে।

  • |
Google Oneindia Bengali News

ভারত বাংলাদেশের সম্প্রীতির দুর্গা পুজো এবারেও নজর কাড়ছে সীমান্ত এলাকার তথা কাঁটাতারের বেড়ার ওপারের মানুষের কাছে। রঙ বেরঙের আলোক সজ্জার না থাকলেও পূজার কয়েকটা দিন এক ভিন্ন স্বাদে মেতে ওঠেন ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোবিন্দপুর গ্রামের মানুষরা।

সম্প্রীতির দুর্গা পুজো! নজর কাড়ছে হিলির গোবিন্দ পুর

উন্মুক্ত সীমান্তের ওপারে বাংলাদেশের দক্ষিণ দামোদরপুর গ্রামের ৫০ টি হিন্দু পরিবার ও প্রায় ৬০টি মুসলিম পরিবারও এই পুজোতে সমান ভাবে অংশ নেয় বলে জানা গেছে । হিন্দুদের পাশাপাশি এছাড়াও স্থানীয় বেশ কয়েকটি ভারতীয় মুসলিম পরিবার এই পুজোতে সমান ভাবে অংশ নেয়। এমনকি এপার বাংলার দুর্গা পূজা দেখতে ওপার বাংলার মানুষরাও ভিড় জমান গোবিন্দপুরে।
জানা গেছে, ১৯৫৩ সাল থেকে এই পুজো হয়ে আসছে। তবে এই পুজোটি আগে দু'দেশের জিরো পয়েন্টে অস্থায়ী মন্দিরের হত। যদিও পরবর্তীতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নির্দেশে জিরো পয়েন্ট থেকে প্রায় ২০ মিটার ভারতীয় ভূখণ্ডে সরিয়ে এনে শুরু হয় দুর্গা পুজো । এলাকাবাসিরাই চাঁদা তুলে এই পুজো চালিয়ে আসছেন বছরের পর বছর ধরে ।
বছরের দিন গুলোতে বিএসএফের কড়া নজরদারির চালালেও পুজোর কটা দিন শিথিল করা হয় । পুজোর চার দিন আট থেকে আশি সবাই উৎসবে মেতে ওঠেন।

English summary
Worship of Goddess Durga with love among border area of Hili in South Dinajpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X