For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

বিজ্ঞান বিভাগ নয়, এবছরের উচ্চমাধ্যমিকে সকলকে অবাক করে প্রথম স্থানটি অধিকার করেছেন কলা বিভাগের গ্রন্থন সেনগুপ্ত।

Google Oneindia Bengali News

বিজ্ঞান বিভাগ নয়, এবছরের উচ্চমাধ্যমিকে সকলকে অবাক করে প্রথম স্থানটি অধিকার করেছেন কলা বিভাগের গ্রন্থন সেনগুপ্ত। জলপাইগুড়ি জেলা স্কুলের গ্রন্থনের প্রাপ্ত নম্বর ৪৯৬ , শতাংশের বিচারে গ্রন্থন পেয়েছেন ৯৯. ০২ শতাংশ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছেন ঋত্বিক কুমার সাহা। পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিলটন হাইস্কুলের ছাত্র ঋত্বিকের প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

রেকর্ড গড়ে উচ্চমাধ্যমিকে প্রথম কলা বিভাগের গ্রন্থন, দেখে নিন মাধাতালিকায় কে কোথায় রয়েছেন

উচ্চমাধ্যমিকের তৃতীয়স্থানটি অধিকার করেছেন বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের তিমিরবরণ দাস ।তিমিরের সঙ্গে যুগ্ম তৃতীয় হয়েছেন শাশ্বত রায় । শাশ্বত ও তিমিরের প্রাপ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ)। ৪৮৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন উত্তর দিনাজপুরের সায়ন কুমার দাস । সায়ন ইসলামপুর হাইস্কুলের ছাত্র। ওই একই স্থানে রয়েছেন বর্ধমানের অর্কদীপ গুঁই, সিঙ্গুরের দিব্যদীপ শাসমল, কোচবিহারের জয়দীপ ভৌমিক, বাঁকুড়ার অন্বয় চট্টোপাধ্যায় । পঞ্চম স্থানে ৪৮৬ নম্বর নিয়ে রয়েছেন আর্য সামন্ত,অভ্রদীপ্তা ঘোষ (যাদবপুর বিদ্যাপীঠ), সুতনয় ভট্টাচার্য, শুভাশিস ঘোষ, রোমিক দত্ত (দুবরাজপুর), অনিমা গড়াই (বাঁকুড়া, রানিবাঁধ), অনুভব চক্রবর্তী (পুরুলিয়া), অরিত্র রায়, বিশাল গাঙ্গুলি, ৪৮৬ প্রাপ্তনম্বর। উল্লেখ্য,মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম পঞ্চম স্থানাধীকারী অভ্রদীপ্তা ও অনিমা ।

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

 উচ্চমাধ্যমিকে জয়জয়কার জেলার, প্রথম জলপাইগুড়ির গ্রন্থন, মেধাতালিকায় বাকিরা কে কোথায়

ষষ্ঠ স্থানে রয়েছেন হুগলীর বিনোদিনী গার্লস হাইস্কুলের দেবদত্তা পাল। দেবদত্তার প্রাপ্ত নম্বর ৮৪৫। এছাড়াও ষষ্ঠ স্থান অধিকার করেছেন, তন্নিষ্ঠা মণ্ডল, নয়নিকা রায়, সাগ্নিক তালুকদার, কিশলয় সরদার, দেবদত্তা পাল, সপ্তর্ষি মণ্ডল, কুন্তল বিট। ৪৮৪ নম্বর নিয়ে সপ্তম হয়েছেন দিশা ঘোষ, রিত্তিকা কাঞ্জিলাল, রিদম কুমার দাস, অংশুমান বন্দ্যোপাধ্যায়, গার্গী চট্টোপাধ্যায়, দেবজিৎ দে। অষ্টম স্থানে রয়েছেন ১২ জন। অষ্টম স্থানাধিকারী বিশ্বজিৎ দত্ত কমার্স বিভাগ থেকে প্রথম হয়েছেন। এছাড়াও ৪৮৩ নম্বর নিয়ে অষ্টম স্থানে রয়েছেন, রাজশেখর চট্টোপাধ্যায়, অর্ঘ্য দে, দেবশুভ্র চক্রবর্তী, জিষ্ণু বিশ্বাস, রৌনক পাত্র, সায়ন্তন চক্রবর্তী, অনন্যা ঘোষ, শ্রেয়সি গাঙ্গুলি (বিদ্যাভারতী হাইস্কুল, কলকাতা)। নবম স্থানে ৪৮২ নম্বর নিয়ে রয়েছেন তীর্থ শংকর (নবনালন্দা), জয়েশ সাউ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), সায়নী দত্ত, অর্ণব কুমার মল্লিক। ৪৮১ নম্বর নিয়ে দশম স্থানে রয়েছেন তীর্থ শংকর (নবনালন্দা), জয়েশ সাউ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), সায়নী দত্ত, অর্ণব কুমার মল্লিক।

English summary
West Bengal Higher Secondary Examination merit list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X