For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহস্পতিবারেই সিএএ নিয়ে পাকা কথা শুনতে চায় মতুয়ারা, পারবেন অমিত শাহ ?

একবার সফর বাতিল হওয়ার পর বৃহস্পতিবার (thursday) দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) যাচ্ছেন বনগাঁর ঠাকুরনগরে (thakurnagar)। সেখানেই সভা করবেন তিনি। সেই সভা থেকেই অমিত শাহ সিএএ (caa) নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস

  • |
Google Oneindia Bengali News

একবার সফর বাতিল হওয়ার পর বৃহস্পতিবার (thursday) দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) যাচ্ছেন বনগাঁর ঠাকুরনগরে (thakurnagar)। সেখানেই সভা করবেন তিনি। সেই সভা থেকেই অমিত শাহ সিএএ (caa) নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করবেন বলেই মনে করছে মতুয়ারা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা! রাজ্য জুড়ে বাড়ল সুস্থতার হারওকলকাতা ও উত্তর ২৪ পরগনায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা! রাজ্য জুড়ে বাড়ল সুস্থতার হারও

অমিত শাহের বৃহস্পতিবারের কর্মসূচি

অমিত শাহের বৃহস্পতিবারের কর্মসূচি

অমিত শাহ বৃহস্পতিবার বেলা ১১.১০ নাগাদ পৌঁছবেন কোচবিহারের মদনমোহন মন্দিরে। এরপর সাড়ে এগারোটা নাগাদ রাসমেলার মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন। সেই পরিবর্তন যাত্রা উত্তরবঙ্গের সবকটি জেলা ঘুরে মালদহে গিয়ে শেষ হবে। কোচবিহারের কর্মসূচি শেষ করে অমিত শাহ বেলা ৩.২০ নাগাদ যাবেন বনগাঁর ঠাকুনগরে। শ্রী শ্রী হরিপাঁচ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর বেলা ৩.৪৫ নাগাদ ঠাকুরবাড়ির মাঠে জনসভায় ভাষণ দেবেন। সন্ধের সায়েন্স সিটি অডিটোরিয়ামে সোশ্যাল মিডিয়া ভলান্টিয়ারদের সভায় অংশ নেবেন।

অমিত শাহের বার্তার অপেক্ষায় মতুয়া সমাজ

অমিত শাহের বার্তার অপেক্ষায় মতুয়া সমাজ

বৃহস্পতিবারের সবকটি কর্মসূচির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ঠাকুরবাড়ির মাঠের সভা। এই সভার দিকেই তাকিয়ে মতুয়া সমাজ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই সিএএ পাশ হয়ে গিয়েছে সংসদে। তবে আইন তৈরি হলেও তা লাগু হওয়া শুরু হয়নি। আইন কবে লাগু হবে, সেই উত্তরই শুনতে চায় মতুয়া সমাজ। অনেকেই বলছেন সিএএ নিয়ে ধৈর্য একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। যা নিয়ে এদিন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেবেন, এমনটাই মনে করছেন তিনি।

অনিশ্চয়তার শুরু ডিসেম্বরে

অনিশ্চয়তার শুরু ডিসেম্বরে

সিএএ নিয়ে মতুয়াদের মনে অনিশ্চয়তার শুরু ২০ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরের দিন বোলপুরের সাংবাদিক সম্মেলনে। সেই সময় অমিত শাহ বলেছিলেন, নাগরিকত্ব আইন পুরোপুরি এখনও হয়নি। তাই সিএএ নিয়ে এখন কিছু ভাবছে না কেন্দ্রীয় সরকার। সরকারের সামনে বড় ভাবনা করোনা পরিস্থিতি মোকাবিলা করা। সিএএ নিয়ে সরকার পরে ভাবতে বলে মন্তব্য করেছিলেন তিনি। এরপরেই ফোঁস করে উঠেছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তবে জানুয়ারির শেষে অমিত শাহের ঠাকুরনগর সফরকে ঘিরে কিছুটা আশার আলো দেখা দেয়। কিন্তু দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের জেরে সেই সফর বাতিল করেন অমিত শাহ। পরিস্থিতি সামাল দিতে ঠাকুরনগরে গিয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়। ঠিক হয় সভা মঞ্চ ভাঙা হবে না। এরপর ১১ জানুয়ারি শেষ পর্যন্ত অমিত শাহ আসতে চলেছেন। তাঁর সভার দিকেই তাকিয়ে মতুয়া সমাজ।

সন্দেহে রয়েছে তৃণমূল

সন্দেহে রয়েছে তৃণমূল

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদৌ কি সিএএ নিয়ে কোনও বার্তা বৃহস্পতিবারের সভা থেকে দেবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ঘাসফুল শিবিরে। এব্যাপারে বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেছেন, অমিত শার রাজনৈতিক সভা করতে আসছেন, সেখানে সিএএ নিয়ে তিনি কিছু বলবেন না, কারণ সরকার তা এখনই লাগু করতে পারবে না। অমিত শাহ এই সফরে মতুয়াদের ভুল বোঝাতে পারেন বলেও মনে করছে তৃণমূল শিবির। পাশাপাশি অমিত শাহের সফর মতুয়ারা কতটা গ্রহণ করতে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

English summary
Matuas want to know on CAA from Amit Shah on thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X