For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গুজরাটিতে বাংলা লিখে নিয়ে আসেন মোদী', মমতা সুর চড়ালেন 'বিনা পয়সায় গ্যাস' এর দাবিতে

  • |
Google Oneindia Bengali News

'বাংলায় পরিবর্তন নয়, পরিবর্তন হবে দিল্লিতে' শিলিগুড়িতে এদিন গ্যাসের দামের প্রতিবাদে পদযাত্রার পর মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে দাঁড়িয়ে এমনই বার্তা দেন মমতা। এছাড়াও মমতা একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদীকে তোপ দাগেন ।

নরেন্দ্র মোদী -অমিত শাহ সিন্ডিকেট

নরেন্দ্র মোদী -অমিত শাহ সিন্ডিকেট

মমতা এদিন বলেন, 'ভারতে একটাই সিন্ডিকেট কাজ করছে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। ... বলে মমতা ব্যানার্জিকে ৩৬৫ ধারা করে দাও। আমি বললাম , করে একবার দেখাও না, তারপর দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় মেটেরিয়ালটা কী!' মমতা বলেম, বিজেপি আজ 'কেন্দ্র শাসিত অঞ্চল'।

'নরেন্দ্র মোদী কীভাবে বক্তৃত্া দেয় জানেন'?

'নরেন্দ্র মোদী কীভাবে বক্তৃত্া দেয় জানেন'?

মমতা অভিযোগ করেন বিশ্ব যখন তেলের দাম হাফ , তখন তেলের দাম বাড়িয়েছে মোদী সরকার। মমতা এদিন মঞ্চে দেখান , যে কীভাবে নরেন্দ্র মোদী মঞ্চে বক্তৃতা দেন। মমতা বলেন , 'নরেন্দ্র মোদী যেখানে বক্তৃতা দেন তার দুপাশ দুটো ট্রান্সপারেন্ট গ্লাস থাকে। ' মমতা বলেন, খন মোদী ভাষণ দেন তখন বক্তৃতা 'টুকে নিয়ে আসেন'।

 'গুজরাতিতে মোদী বাংলা লিখে আনেন'

'গুজরাতিতে মোদী বাংলা লিখে আনেন'

মমতা বলেন, মোদীর যেভাবে বাংলা বলছেন, তা তাঁর লিখে নিয়ে আসা বাংলা। 'গুজরাতিতে বাংলাটা লিখে নিয়ে' আসেন নরেন্দ্র মোদী। আর সেই ভাষণ পড়ে মোদী বক্তব্য রাখেন বলে দাবি মমতার। এর সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় অনুন্নয়নের অভিযোগ করেন মমতা।

 'বিনা পয়সায় গ্যাস দিতে হবে'

'বিনা পয়সায় গ্যাস দিতে হবে'

সফদর হাসমি চকে এদিন মমতা ভাষণ দিতে গিয়ে বলেন 'ইলেকশনের আগে উজালা আর ইলেকশনের পরে জুমলা।' এর সঙ্গে সঙ্গেই মমতা সুর চড়িয় বলেন। ' বাংলার মানুষ জানতে চায়, তুমি গ্যাস বিনা পয়সায় কবে দেবে সবাইকে?'

 'বিনা পয়সায় যদি আমরা খাদ্য দিতে পারি..'

'বিনা পয়সায় যদি আমরা খাদ্য দিতে পারি..'

মমতা এদিন সুর চড়া করে বলেন, 'বিনা পয়সায় যদি আমরা খাদ্য দিতে পারি, বিনা পয়সায় যদি আমরা গ্যাস দিতে পারি, বিনা পয়সায় শিক্ষা দিতে পারি, তাহলে বিনা পয়সায় তোমাকে মানুষকে গ্যাস দিতে হবে।' এর সঙ্গে সঙ্গেই 'ফাঁকা ব্রিগেড' নিয়েও মোদীকে খোঁচা দিতে ছাড়েননি মমতা।

English summary
West Bengal Assembly Election 2021, Mamata Demands gas cylinder in free of cost free of cost from Modi government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X