For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্টি অফিসে বসে সাপ-লুডো খেলবেন, অনুব্রতকে নজরবন্দি করা নিয়ে কটাক্ষ শমীক ভট্টাচার্যের

পার্টি অফিসে বসে সাপ-লুডো খেলবেন, অনুব্রতকে নজরবন্দি করা নিয়ে কটাক্ষ শমীক ভট্টাচার্যের

Google Oneindia Bengali News

বীরভূমে ভোেটর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করার নির্দেশিকা জারি হয়ে গিয়েছে। তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতিকে নিশানা করেছে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ২৯ মে বাড়ির লোকের সঙ্গে বসে সাপ লুডো খলেবেন অনুব্রত মণ্ডল। কটাক্ষ করে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা। অনুব্রত মণ্ডল অবশ্যে কমিশনের নির্দেশিকার পরে খেলা হবে স্লোগান তুলেছে।

বীরভূেমর ভোেট নজর

বীরভূেমর ভোেট নজর

শেষ দফায় ভোট বীরভূমে। হাইভোল্টেজ কেন্দ্র। প্রথম থেকেই কমিশনের নজরে রয়েছে বীরভূম। বিশেষ করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে বেশি তৎপর হয়েছে কমিশন। ঠিক ভোেটর আগেই অনুব্রত মণ্ডলকে সিবিআই নোটিস পাঠিয়েছে। সিবিআই দফতরে অবশ্য চিঠি পাঠিয়ে সময় চেয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডল।

নজরবন্দি অনুব্রত

নজরবন্দি অনুব্রত

২৯ তারিখ ভোট বীরভূমে। আজ বিকেল ৫টা থেকেই নজরবন্দি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। ৩০ এপ্রিল সন্ধ্যে সাতটা পর্যন্ত নজরবন্দি থাকবেন তিনি। কড়া নজরদারিতে রাখা হবে তাঁকে। একই সঙ্গে অনুব্রত মণ্ডলের কারণেই বীরভূম কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে

খেলা হবে বললেন অনুব্রত

খেলা হবে বললেন অনুব্রত

নজরবন্দি মানে তো গৃহবন্দি নয়। একা কমিশনের রুটিন কাজ। আগে করেছিল এবার করেছে। নজরবন্দি মানে আমার সঙ্গে একটা ক্যামেরা সবসময় ঘুরবে। কাজেই খেলা হবে। ফের হুঙ্কার দিয়েছেন অনুব্রত। সিআরপিএফ বাড়াবাড়ি করতে এলে খেলা হবে। ২০০-র বেশি আসনে জিেত গিয়েছে তৃণমূল কংগ্রেস। ৩৫ আসনে সংখ্যা বাড়বে মাত্র। আত্মবিশ্বাসী অনুব্রত দাবি করেছেন তৃণমূলের জয় হবেই।

শমীকের কটাক্ষ

শমীকের কটাক্ষ

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অনুব্রতর উপর নিষেধাজ্ঞা নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন একাধিক রোগ আছে অনুব্রতর সেই কারণেই তিনি যাননি সিবিআইয়ের দফতরে। এই করোনা পরিস্থিতিতে ভোটের দিন বাইরে বেরিয়ে ঝুঁকি না নেয়াই ভাল। পার্টি অফিসে বসে সাপ-লুডো খেলবেন। এমনই কটাক্ষ করেছেন বিজেপি নেতা।

English summary
West Bengal Assembly Election 2021: BJP leder Shmik Bhattachary target Anubrata Mandal as he put in Detention
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X