For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল,পরীক্ষার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল,পরীক্ষার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ

Google Oneindia Bengali News

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। রেকর্জ কম সময়ের মধ্যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলা প্রকাশ করা হল। করোনা কালে পরীক্ষার হলে বসে এবার প্রথম পরীক্ষা দিয়েছেন ছাত্রছাত্রীরা।

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলা। করোনা কালে প্রথম স্কুলে গিয়ে পরীক্ষা হয়েছিল এবার। হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল। তার ৪৪ দিনের মধ্যেই প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলা। রেকর্ড কম দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এর আগে এত কম সময়ের মধ্যে কখনো প্রকাশিত হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর ছাত্র পরীক্ষার্থীর তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। এমনই জানিয়েছেন কাউন্সিলের সভাপতি। মোট ৭,৮৮,৬৫৪ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিলে। তার মধ্যে পরীক্ষা দিয়েছেন ৭,২০,৮৬৩ জন। অর্থাৎ ৯৬ শতাংশই পরীক্ষা দিয়েছে।

কবে থেকে মার্কশিট

কবে থেকে মার্কশিট

আজ দুপুর ১২টা থেকেই সংসদের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। তবে মার্কশিট হাতে পেতে সময় লাগবে। ২০ জুন থেকে স্কুলে স্কুলে মার্কশিট দেয়া হবে। তার আগে অনলাইনে মার্কশিট ডাউনলোড করতে পারেন সকলে। তবে সংসদের মার্কশিট পেতে ২০ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৫ জুলাইয়ের মধ্যে স্কুটিনি বা রিভিউর জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছে সংসদ। কেবল মাত্র অনলাইনেই রিভিউর আবেদন করা যাবে বলে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাশের হারে এগিয়ে ৭ জেলা

পাশের হারে এগিয়ে ৭ জেলা

এবারে যতজন পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে পাশ করেছেন ৬,৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাশের ৯০. ১৯ শতাংশ। এবছর উচ্চ মাধ্যমিকে বেশি সংখ্যক ছাত্রী পরীক্ষা দিয়েছে। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫,৪৮৬ জন। উর্দুেত পাশের হার ৭২.২ শতাংশ। উর্দু ভাষায় প্রথম হয়েছেন মহম্মদ বেলাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭। নেপালি ভাষায় প্রথম হয়েছেন রিয়া কালিকোটে। কালিম্পং গার্লস স্কুলের ছাত্রী তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৭৭। সাঁওতালি ভাষায় প্রথম হয়েছেন শিলি টুডু। পণ্ডিত রঘুনাথ মুর্মু স্কুলের ছাত্রী তিনি।

আগামী বছর কবে পরীক্ষা

আগামী বছর কবে পরীক্ষা

চলতি বছরের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনেই আগামী বছরের পরীক্ষার দিন ঘোষণা করল সংসদ। আগামী বছর পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ। পুরোনো সিলেবাসেই হবে পরীক্ষা। তবে এবারের মত আর হোম সেন্টারে পরীক্ষা হবে না। আগের মত পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। করোনা সংক্রমণের কারণে এবার হোম সেন্টারে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। ২ বছর পর এবার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ১০ জনের তালিকায় রয়েছেন ২৭২ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড। প্রথম যদিও একজনই হয়েছেন। তিনি কোচবিহারের দিনহাটার বাসিন্দা আদিশা দেবশর্মা।

HS Exam 2023: ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১৪ মার্চ HS Exam 2023: ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১৪ মার্চ

Recommended Video

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল,পরীক্ষার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ |OneIndia Bengali

English summary
WB HS board examination 2022 result out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X