For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের উপকূল নিরাপত্তাকে আরও জোরদার করতে পৃথক এক বাহিনী গড়ছে রাজ্য

Google Oneindia Bengali News

রাজ্যের উপকূল নিরাপত্তাকে আরও জোরদার করতে পৃথক এক বাহিনী গড়ছে রাজ্য
কলকাতা, ১৫ জানুয়ারি : রাজ্যের উপকূল নিরাপত্তাকে আরও জোরদার করতে পৃথক এক বাহিনী গড়তে চলেছে রাজ্য সরকার। উপকূলরক্ষী বাহিনীর মতো একইভাবে কাজ করবে এই বাহিনী।

উপকূল নিরাপত্তার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সাগরদ্বীপে গিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ উচ্চপদস্থ অফিসারদের এক প্রতিনিধিদল। এ বিষয়ে উপকূল রক্ষী বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন তাঁরা।

ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের ধাঁচে এই উপকূল বাহিনী গড়তে চাইছে রাজ্য

কী ধরণের প্রশিক্ষণ দেওয়া যায়। এ ধরণের বাহিনী তৈরি করতে গেলে কোন কোন দিক গুলোর প্রতি অত্যধিক গুরুত্ব দিতে হবে সে নিয়েও আলোচনা হয়েছে উপকূল রক্ষী বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে।

স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উপকূলের নিরাপত্তা বাড়াতে নয়া বাহিনী গড়ার প্রস্তুতি চলছে। উপকূলরক্ষী বাহিনীর মতোই এই বাহিনীকেও প্রশিক্ষিত করা হবে। বাহিনী গড়ার পাশাপাশি তার পরিকাঠামো গড়ার ক্ষেত্রেও কেন্দ্রের সাহায্য পাওয়া যাবে বলেও জানিয়েছেন বাসুদেববাবু।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে জানানো হয়েছে, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের ধাঁচে এই উপকূল বাহিনী গড়তে চাইছে রাজ্য। প্রথমে এক ব্যাটেলিয়নের একটি বাহিনী গড়া হবে। তার জন্য কেন্দ্রের অনুমতি চাওয়া হয়েছে। দিল্লির মৌখিক ছাড়পত্র মিলেছে বলেও জানিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা।

English summary
WB Govt build a separate police force for coastal areas, just like Coast Guard
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X