For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাসপ্তমীর রাতে উপচে পড়া ভিড়, বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীর ঢল দুর্গাপুজোর কলকাতায়

সপ্তমীতেও বৃ্ষ্টি পিছু ছাড়েনি। সেই বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই শহর কলকাতা দখল নিলেন দর্শনার্থীরা। সন্ধ্যার পর কলকাতার প্যান্ডেল প্যান্ডেলে শুধু কালো কালো মাথা।

  • |
Google Oneindia Bengali News

সপ্তমীতেও বৃ্ষ্টি পিছু ছাড়েনি। সেই বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই শহর কলকাতা দখল নিলেন দর্শনার্থীরা। সন্ধ্যার পর কলকাতার প্যান্ডেল প্যান্ডেলে শুধু কালো কালো মাথা। গোটা রাজপথ দর্শনার্থীদের দখলে। জেলা থেকে কাতারে কাতারে মানুষ এসেছেন, কলকাতার পুজো মণ্ডপে অগণিত মানুষের ভিড়। মহাসসপ্তমীর সন্ধ্যাতেই রেকর্ড ভিড় শহরে।

মহাসপ্তমীর রাতে উপচে পড়া ভিড়, বৃষ্টি উপেক্ষা দর্শনার্থীদের

এদিন সন্ধ্যাতেই মেঘ কালো করে বৃষ্টি নামে। তখন মনে আশঙ্কা, এই বৃষ্টি বুঝি মাটি করে দিল ঠাকুর দেখার আনন্দ। হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই, তা সত্যি করে বৃষ্টি নামে। তারপর বিক্ষিপ্ত বৃষ্টিকে উপেক্ষা করে শহরের দখল ধীরে ধীরে নিয়ে নেয় উৎসবপ্রেমী বাঙালি। যেদিকে দু-চোখ যায় শুধু ভিড়।

কলেজ স্কোয়ার থেকে শুরু করে ম্যাডক্স স্কোয়ার, আহিরিটোলা থেকে দেশপ্রিয় পার্ক, আবার নাকতলা থেকে বেহালা- সর্বত্রই উপচে পড়া ভিড় দুর্গাপুজোর প্যান্ডেলে প্যান্ডেলে। এদিকে অষ্টমীতেও বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ায় বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদরা।

হাওয়া অফিস জানিয়েছিল, সপ্তমীর সন্ধ্যেয় বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাস মতোই সন্ধ্যের পর বিক্ষিপ্ত বৃষ্টি হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির জেরা বঙালির আনন্দ-উন্মাদনায় খানিক বাধা পড়ে। দুপরে উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। আর সন্ধ্যেয় কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হয়।

অষ্টমী অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে জায়গা বিশেষে। টানা বৃষ্টি না হলেও ১৫ মিনিট-আধঘণ্টার বৃষ্টিতে মাটি হতে পারে ঠাকুর দেখা। অষ্টমীর দুপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা। সন্ধ্যেয় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে তা যে ঠাকুর দেখায় বাধ সাধবে না, বুঝিয়ে দিয়েছে মহাসপ্তমীর রাতই।

English summary
Visitors of Durgapuja do pandal hopping in spite of rain in Kolkata. Weather office forecast heavy rain in Maha-Astami also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X