For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ সমুদ্রে ভয়াবহ-কাণ্ড! উত্তরে বায়ুতে প্রবল ঢেউ আছড়ে পড়ল ট্রলারে, তারপর যা ঘটল

মাঝ সমুদ্রে ভয়াবহ-কাণ্ড! জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল-উদ্দাম, তারপর যা ঘটল

Google Oneindia Bengali News

বঙ্গোপসাগরের বুকে ঘটল ভয়ঙ্কর ঘটনা। ট্রলার তখন মাঝ সমুদ্রে। এক মনে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তখনই উত্তর বায়ুর বেগ বেড়ে যায়। প্রবল উত্তুরে হাওয়ায় উত্তাল হয়ে ওঠে সমুদ্র। একের পর এক প্রবল ঢেউ আছড়ে পড়ে ট্রলারে। তাতেই ঘটল বিপত্তি। পাটাতন ভেঙে ডুবে গেল মাছ ধরার ট্রলার। অথৈ সমুদ্রে শুরু হল চার মৎস্যজীবীদের জীবনযুদ্ধ।

উত্তর বায়ুর বেগে প্রবল ঢেউ

উত্তর বায়ুর বেগে প্রবল ঢেউ

রবিবার বিকেলে ট্রলারটি তখন দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে ২৫ কিলোমিটার দূরে জলদাখাঁড়ির কাছে মাঝ ধরছিল। তখনই উত্তর বায়ুর বেগ ক্রমেই বেড়ে ওঠে। তার জেরে প্রবল ঢেউয়ে মা অন্নপূর্ণা নামের ওই ট্রলারের পাটাতন ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ডল ঢুকে ডুবতে শুরু করে ট্রলারটি। বিপত্তি বুঝে মাঝ সমুদ্রেই লাইফ বেল্ট নিয়ে ঝাঁপিয়ে পড়েন চার মৎস্যজীবী।

মাঝ সমুদ্রে ডুবন্ত ট্রলার থেকে ঝাঁপ

মাঝ সমুদ্রে ডুবন্ত ট্রলার থেকে ঝাঁপ

খানিক দূরে অন্য একটি ট্রলার দেখে বিপদ সংকেত দিয়েছিলেন মাঝ সমুদ্রে ডুবে যাওয়া মা অন্নপূর্ণা ট্রলারের চার মৎস্যজাবী। সমুদ্রের মাঝে তাঁদের আর্ত চিৎকারও কর্ণগোচর হয়েছিল অন্য ট্রলারের মৎস্যজীবীদের। তারপর অন্য ট্রলারটির মৎস্যজাবীরা উদ্ধার করেন সমুদ্রে ভাসতে থাকা চার মৎস্যজীবীকে। তখনও সমুদ্রে ডুবন্ত অবস্থায় রয়েছে তাঁদের ট্রলার।

ডুবন্ত ট্রলারটি উদ্ধার মৎস্যজীবী ইউনিয়নের

ডুবন্ত ট্রলারটি উদ্ধার মৎস্যজীবী ইউনিয়নের

পাশের ট্রালারের মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করার পাশাপাশি খবর দিয়ে দেয় সাগর উপকূল থানা ও মৎস্যজীবী ইউনিয়নে। তখন চটজলদি মৎস্যজীবী ইউনিয়নের একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া চার মৎস্যজাবী সাগরের মহিষমারি এলাকার বাসিন্দা।

উত্তরে হাওয়ার দাপটে ফাটল ট্রলারের পাটাতনে

উত্তরে হাওয়ার দাপটে ফাটল ট্রলারের পাটাতনে

গতবছর ঘূর্ণিঝড় জাওয়াদের সময় বড় ট্রলিং জাহাজের সঙ্গে মাঝ সমুদ্রে সংঘর্ষে একটি মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছিল। সেটা অবশ্য বাংলাদেশের ঘটনা। এবার বাংলাতেই ঘটল ট্রলার ডুবির ঘটনা। উত্তরে হাওয়ার দাপটে মৎস্যজীবীদের ট্রলার মাঝ সমুদ্রে পাটাতন ফেটে ডুবে যেতে থাকে। কোনওরকমে প্রাণ রক্ষা পায় মৎস্যজীবীদের।

মৎস্যজীবীদের উদ্ধার করে অন্য ট্রলার

মৎস্যজীবীদের উদ্ধার করে অন্য ট্রলার

এর আগে গত বছররে নভেম্বরে দিঘা মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। সেক্ষেত্রেও ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কয়েক লক্ষ টাকার মাছ জলে যায়। মা জগৎজননী ট্রলারটি মাছ ধরে ফেরার পথে চড়ায় ধাক্কা লেগে ডুবে যায়। ১২ জন মৎ্স্যজীবী প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন। পরে ওই ১২ জনকে উদ্ধার করা হয়। এক্ষেত্রেও মাঝ সমুদ্রে পাটাতন ভেঙে ট্রলার ডুবির ঘটনায় মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

English summary
Trawler sinks in Bay of Bengal due to Northern wind speed and fishermen save lives
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X