For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন তৃণমূলের অভিষেক বার্তা! কলকাতায় পোস্টারে পোস্টারে ছয়লাপে পারদ চড়ল জল্পনার

নতুন তৃণমূলের অভিষেক বার্তা! কলকাতায় পোস্টারে পোস্টারে ছয়লাপে পারদ চড়ল জল্পনার

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে আসছে নতুন তৃণমূল। মাত্র ছ'মাসের মধ্যেই বদল যাবে বাংলার শাসক দল। পুরো কলকাতা ছেয়ে গিয়েছে পোস্টার। পোস্টারে পোস্টারে নতুন তৃণমূলের অভিষেক বার্তা। বুঝতেই পারছেন এই তৃণমূলের প্রবক্তা কে! নতুন তৃণমূলের অবিসংবাদী নেতা হয়ে উঠতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্তত কলকাতাজুড়ে পোস্টারে পোস্টারে তৃণমূলের সেই 'ম্যান অফ দ্য ম্যাচে'র ছবি আবার প্রকট হয়েছে, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে 'ভবিষ্যৎ'।

ছ’মাসের মধ্যে নতুন তৃণমূল!

ছ’মাসের মধ্যে নতুন তৃণমূল!

২০১৬ সালে দ্বিতীয় তৃণমূল সরকারের শপথগ্রহণের পর অভিষেকের ছবি দিয়ে পোস্টার পড়েছিল- 'ম্যান অফ দ্য ম্যাচ'। ছ-বছর পর ২০২২-এ ফের একবার পোস্টার পড়ল অভিষেকের ছবি দিয়ে। সেখালে লেখা- ছ'মাসের মধ্যে নতুন তৃণমূল। এই ছবি ও পোস্টারে ফের জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই পোস্টারের নেপথ্যে কারা, কী তাদের উদ্দেশ্য। আর এই পোস্টারের পিছনে দেওয়াল লিখন স্পষ্ট যে, ৬ মাসের মধ্যেই বদল হতে চলেছে শাসক দলে।

নতুন তৃণমূলের প্রাণপুরুষ অভিষেক

নতুন তৃণমূলের প্রাণপুরুষ অভিষেক

একইসঙ্গে আরও একটি বার্তা উঠে আসছে এই পোস্টার থেকে। ছ-মাসের মধ্যেই নতুন তৃণমূলের প্রাণপুরুষ হয়ে উঠতে চলেছে অভিষেক বন্যোসেপাধ্যায়। তাহলে কি সই তৃণমূলের মমতা বন্যোধ পাধ্যায় থাকবেন না। তিনি গৌণ হয়ে যাবেন নিজের দলেই! ২০২১-এ তৃণমূলের তৃতীয় মেয়াদের সরকার গঠনের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্য মেজাজে দেখা যাচ্ছে। তিনি যুব সভাপতি থেকে হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার তিনিই তৃণমূলের সর্বাধিনায়ক হয়ে উঠতে চলেছেন বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞজদের।

নতুন তৃণমূলের পোস্টারে জল্পনা

নতুন তৃণমূলের পোস্টারে জল্পনা

তৃণমূল কংগ্রসে বিগত এক বছর ধরেই অভিষেককে গুরুত্বশালী বলে মনে হচ্ছে। তিনি অনেক ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে নিজের কাঁধে দল পরিচালনার ভার তুলে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ক্ষেত্রেই দলের সুপ্রিমোর থেকে বড় করে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। দল পরিচালনায় অভিষেক হয়ে উঠেছেন প্রধান মুখ। এই অবস্থায় মমতার বাড়ির অলিন্দে অভিষেকের ছবি দিয়ে নতুন তৃণমূলের পোস্টার জল্পনা বাড়ানোর পক্ষে যথেষ্ট।

নতুন তৃণমূলের সূচনার ইঙ্গিত স্পষ্ট

নতুন তৃণমূলের সূচনার ইঙ্গিত স্পষ্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের পরবর্তী সময়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভার নিয়েই এক পদ এক নীতি চালু করতে চেয়েছিলেন। কিন্তু তিনি প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন। আবারও তিনি সেই প্রচেষ্টা করবেন। এক শ্রেণির নেতার হাত থেকে দলকে মুক্তি দিয়ে নতুন তৃণমূল তৈরি করবেন, এই পোস্টার সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দুর্নীতির প্রশ্নে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। সেই কঠোর অবস্থান থেকেই এই নতুন তৃণমূলের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বড় ‘একা’

মমতা বন্দ্যোপাধ্যায় বড় ‘একা’

সম্প্রতি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বড় 'একা' হয়ে পড়ছেন। তাঁর পাশের নেতারা ধীরে ধীরে সরে যাচ্ছেন। জড়িয়ে পড়ছেন দুর্নীতির জালে। মুকুল রায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা সরে গিয়েছেন বা সরে যাচ্ছেন বিভিন্ন কারণে। যাঁদের নিয়ে সেই ১৯৯৮ সাল থেকে তৃণমূলে পথ চলা শুরু করেছিলেন মমতা, তাঁদের অনেকেই পাশে নেই। মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়রা পাশে নেই। শুধু রয়ে গিয়েছেন সুব্রত বক্সি। ফিরহাদ হাকিম-অরূপ বিশ্বাস'রা উঠে এসেছেন।

অভিষেক ঘনিষ্ঠ নেতাদের রমরমা

অভিষেক ঘনিষ্ঠ নেতাদের রমরমা

তবে এই ফাঁকে সবথেকে বড় উত্থান ঘটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে তাঁর পরিধি বিস্তার করেছেন। অভিষেক ঘনিষ্ঠ নেতাদের রমরমা বাড়ছে তৃণমূলে। অভিষেক ইতিমধ্যে ডায়মন্ড হারবার মডেল তুলে ধরেছেন। নিজেকে পরিশীলিত করেছেন, হয়ে উঠেছেন পরিপক্ক রাজনীতিবিদ। অভিষেকের এই নতুন তৃণমূলের জন্ম হয়েছিল অনেকদিন আগেই। এবার তিনি সেই নতুন তৃণমূলের আত্মপ্রকাশ করতে চলেছেন।

মমতা বনাম অভিষেক! নাকি...

মমতা বনাম অভিষেক! নাকি...

অভিষেকের ছবি দিয়ে এই নতুন তৃণমূলের পোস্টারের পর দলের মুখপাত্ররা বলছেন, এর মধ্যে কোনও রাজনীতি নেই। এটা উন্নততর তৃণমূলের বার্তা। উৎসাহী তৃণমূল কর্মীরা এই পোস্টার দিয়েছেন। আর রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে যেমন নজরুলের ছবি দেওয়া হয় না, তেমনই ঘটেছে এক্ষেত্রে। এদিকে আরও জল্পনা শুরু হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলে থাকেন, তাঁর তৃণমূলে আগামী প্রজন্ম তৈরি, তৈরি আরও দুটি প্রজন্ম। এই নতুন তৃণমূলের পোস্টার তারই আভাস কি না, সেটাই বলবে ভবিষ্যৎ। আপাতত তৃণমূল চলবে কার অঙ্গুলিহেলনে- মমতা বনাম অভিষেক- সেই লড়াই জারি থাক!

English summary
TMC’s new poster with Abhishek Banerjee’s image increases speculation in west Bengal politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X